হরিদ্বার : কয়েক ঘণ্টার টানটান নাটকীয় পরিস্থিতি। আবেগ ঝরল চোখের জল হয়ে। হরিদ্বারের হর কি পৌরিতে পৌঁছে গঙ্গায় পদক-বিসর্জনের জন্য জড়ো হয়েছিলেন আন্দোলনরত কুস্তিগিররা। যদিও শেষপর্যন্ত কৃষকনেতা নরেশ তিকায়েতের অনুনয়-বিনয়ে পদকের গঙ্গা-বিসর্জন আপাতত স্থগিত রাখলেন সাক্ষী মালিক, বজরঙ্গ পুনিয়া, বিনেশ ফোগাতরা। যদিও লড়াই যে তাঁরা থামাবেন না, বরং ভারতীয় কুস্তি সংস্থার প্রধান ব্রিজভূষণ শরণ সিংহকে পদচ্যুত করার জন্য আরও জোরদারভাবে লড়াইয়ের আখড়ায় নামবেন, সেটাই বুঝিয়ে দিলেন কুস্তিগিররা।


মঙ্গলবার বিকেলে গঙ্গায় পদক-বিসর্জনের ভাবনা থেকে সরে এলেও এবার তাঁরা দাবি আদায়ের জন্য বেঁধে দিলেন চরম সময়সীমা। সরাসরি কেন্দ্রীয় সরকারকে পাঁচ দিন সময় দিয়েছেন কুস্তিগিররা। সাক্ষী, বজরংদের বক্তব্য, আগামী পাঁচ দিনের মধ্যে পদক্ষেপ করতে হবে সরকারকে। সেই সময়সীমার মধ্যেও সরকারের তরফে ব্রিজভূষণের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না নেওয়া হলে সেক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাববেন বলেই জানিয়েছেন। এদিন বিকেলে পদক গঙ্গায় বিসর্জনের জন্য হরিদ্বারের হরি কি পৌরিতে জড়ো হয়েছিলেন কুস্তিগিররা। কিন্তু দেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে তাঁদের ঘাম-রক্ত ঝরিয়ে সম্মানিত করার স্মারক তথা পদক তাঁরা যেন এভাবে বিসর্জন না দেন, সেটা বোঝাতে সেখানে হাজির হন কৃষকনেতা নরেশ তিকায়েত। বোঝাতে গিয়ে বারবার বেগ পেতে হলেও শেষপর্যন্ত কুস্তিগিরদের বুঝিয়ে পদক গঙ্গায় বিসর্জন দেওয়া থেকে তাঁদের বিরত করতে সক্ষম হন তিনি। 


আরও পড়ুন- শান্তি ফেরান, নাহলে পদক ফেরাতে বাধ্য হব, হুঁশিয়ারি মণিপুরের ক্রীড়াবিদদের


ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি এবং বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলে ভারতের শীর্ষ কুস্তিগিররা তাঁর অপসারণের দাবিতে টানা আন্দোলন করছেন। রাজধানীতে দীর্ঘ ধর্নার পরে কিছুদিন আগে নতুন সংসদ ভবনের উদ্বোধনের দিন তাঁদের আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়ে উঠল দিল্লির যন্তরমন্তর চত্বর। বিনেশ ফোগত, বজরং পুনিয়া, সাক্ষী মালিক-সহ ৩ কুস্তিগির এবং ১০৯ জন আন্দোলনকারীদের আটক করে দিল্লি পুলিশ। পরে মহিলাদের ছেড়ে দেওয়া হয়। আন্তর্জাতিক পদকজয়ী কুস্তিগিরদের বিরুদ্ধে হিংসা ছড়ানো, পুলিশকে নিগ্রহ, সরকারি সম্পত্তি নষ্ট-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়। খালি করে দেওয়া হয় যন্তর মন্তর চত্বর। যদিও কুস্তিগিররা মোটেই দমছেন না। তাঁরা নিজেদের দাবিতে অবস্থান, আন্দোলনে অনড়।


আরও পড়ুন: ব্যাড কোলেস্টেরলের মাত্রা কমানোর জন্য কী কী খেতে পারেন? রইল তারই তালিকা