এক্সপ্লোর
Advertisement
ঋদ্ধিমানের ঘরে নতুন অতিথি, পুত্র সন্তানের বাবা হলেন বঙ্গ উইকেটকিপার
সোমবার থেকে রাজকোটে রঞ্জি ট্রফির ফাইনালে মুখোমুখি বাংলা ও সৌরাষ্ট্র। সেই ম্যাচ খেলতে শুক্রবারই রাজকোটে উড়ে গিয়েছে বাংলা দল। ফাইনালে খেলবেন ঋদ্ধিমানও। তবে স্ত্রীর পাশে থাকার জন্য তিনি শুক্রবার যাননি। পরে যোগ দিচ্ছেন দলের সঙ্গে।
কলকাতা: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতের প্রথম একাদশে জায়গা হয়নি। তাঁর পরিবর্তে সুযোগ পেয়ে অবশ্য ব্যর্থ হয়েছিলেন ঋষভ পন্থ। ভারতও টেস্ট সিরিজ ০-২ ব্যবধানে হেরে গিয়েছে।
দেশে ফিরেই অবশ্য সুখবর পেলেন ঋদ্ধিমান সাহা। পুত্র সন্তানের বাবা হলেন বাংলার উইকেটকিপার। শুক্রবার রাতে ট্যুইট করে নিজেই সেই সুখবর দিলেন ঋদ্ধিমান। পোস্ট করলেন সদ্যজাতকের ছবিও।
ঋদ্ধিমান ট্যুইটারে লিখেছেন, ‘আমাদের আনন্দের ছোট্ট ঝুলি হাজির হয়ে গিয়েছে। আমি, রোমি (ঋদ্ধির স্ত্রীর ডাকনাম) এবং বড় দিদি আনভি (বঙ্গ উইকেটকিপারের কন্যা) আমাদের ছোট্ট পুত্র সন্তানকে স্বাগত জানাচ্ছি।’ সঙ্গে সদ্যোজাতকে কোলে নিয়ে একটি ছবিও পোস্ট করেন ঋদ্ধিমান।
সোমবার থেকে রাজকোটে রঞ্জি ট্রফির ফাইনালে মুখোমুখি বাংলা ও সৌরাষ্ট্র। সেই ম্যাচ খেলতে শুক্রবারই রাজকোটে উড়ে গিয়েছে বাংলা দল। ফাইনালে খেলবেন ঋদ্ধিমানও। তবে স্ত্রীর পাশে থাকার জন্য তিনি শুক্রবার যাননি। পরে যোগ দিচ্ছেন দলের সঙ্গে।Our little bundle of joy has arrived! Me, Romi and big sister Anvi are ecstatic to welcome our little baby boy into this world. #2020baby pic.twitter.com/GFbKbNCGdN
— Wriddhiman Saha (@Wriddhipops) March 6, 2020
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement