এক্সপ্লোর
আইপিএল-এর নিলামে যুবরাজ, গেইল, অশ্বিন, রাহানে সহ ১,১২২ জন ক্রিকেটার

ফাইল ছবি
নয়াদিল্লি: আসন্ন আইপিএল-এর নিলামে উঠছেন ১,১২২ জন ক্রিকেটার। তাঁদের মধ্যে আছেন ক্রিস গেইল, যুবরাজ সিংহ, গৌতম গম্ভীর, রবিচন্দ্র অশ্বিন, অজিঙ্ক রাহানে, কুলদীপ যাদব, লোকেশ রাহুল, মুরলী বিজয়, জো রুট, শেন ওয়াটসনরাও। বেঙ্গালুরুতে ২৭ ও ২৮ তারিখ হবে নিলাম। বিসিসিআই-এর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, আইপিএল-এর আটটি দলকে নিলামের আগে ক্রিকেটারদের তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। এই তালিকায় ২৮১ জন ক্যাপড ও ৮৩৮ জন আনক্যাপড ক্রিকেটারের নাম আছে। আনক্যাপড ক্রিকেটারদের মধ্যে ৭৭৮ জন ভারতীয়। ২৮২ জন বিদেশি ক্রিকেটারের মধ্যে ৫৮ জন অস্ট্রেলিয়ার, দক্ষিণ আফ্রিকার ৫৭ জন, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার জন করে ক্রিকেটার, নিউজিল্যান্ডের ৩০ জন, ইংল্যান্ডের ২৬ জন, আফগানিস্তানের ১৩ জন এবং বাংলাদেশের আটজন। এছাড়া জিম্বাবোয়ের সাতজন এবং আয়ারল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্রের দুই ক্রিকেটারও নিলামের জন্য নাম নথিভুক্ত করেছেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















