এক্সপ্লোর
Advertisement
৪০ না ৪৭! জন্মদিনে ভাজ্জিকে শুভেচ্ছা জানিয়ে মজাদার ট্যুইট যুবরাজের
ভারতের অফস্পিনার হরভজন সিংহর ৪০ তম জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দনের ঢল। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন সতীর্থর সঙ্গে মজায় মেতে উঠলেন ভারতীয় দলের প্রাক্তন তারকা অলরাউন্ডার যুবরাজ সিংহ। ভাজ্জির সঙ্গে যুবির বন্ধুত্বের কথা কারুর অজানা নয়।
নয়াদিল্লি: ভারতের অফস্পিনার হরভজন সিংহর ৪০ তম জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দনের ঢল। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন সতীর্থর সঙ্গে মজায় মেতে উঠলেন ভারতীয় দলের প্রাক্তন তারকা অলরাউন্ডার যুবরাজ সিংহ। ভাজ্জির সঙ্গে যুবির বন্ধুত্বের কথা কারুর অজানা নয়। ২০০০ থেকে একসঙ্গে ড্রেসিংরুমে থাকার সময় থেকে তাঁদের বন্ধুত্ব গড়ে ওঠে। তাঁরা একে অপরের ঘনিষ্ঠ বন্ধু। আর বন্ধুর জন্মদিনে খানিক মজা করে নিলেন হুল্লোড়ে বলে পরিচিত ভারতীয় দলের প্রাক্তন স্টাইলিস বাঁহাতি ব্যাটসম্যান। খোঁচা দিয়ে প্রশ্ন ছুঁড়ে দিলেন, বয়সটা প্রকৃতপক্ষে ৪০ , না ৪৭।
যুবরাজ ট্যুইটারে লিখেছেন, এটা তোমার শুভ ৪০ বা ৪৭ তম, একে অপরের পিছনে লেগে একসঙ্গে একগুলো দারুণ বছর কাটানোর একটা ঝলক থাকল এখানে। সিং যে সবসময়ই কিং হবে, তা তুমি সর্বদাই প্রমাণ করে এসেছে।কোয়ারেন্টিনের পর পার্টি তো হবে। ১০০ শতাংশ ভালোবাসা হরভজন।
সুরেশ রায়নাও ভাজ্জিকে অন্যতম সেরা ম্যাচ উইনার হিসেবে উল্লেখ করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, ম্যাচ উইনার তো বটেই, ভালো মানুষও। তোমার সঙ্গে যে স্মৃতিগুলি রয়েছে, তা চিরস্মরণীয় ও সুখদায়ক। আমার পাশে থাকা ও ক্রিকেটকে যা কিছু দিয়েছ, সেজন্য তোমাকে ধন্যবাদ। নতুন প্রজন্মকে এভাবেই উদ্ধুদ্ধ করতে থাকো।
আইসিসি-ও হরভজনের জন্মদিনে তাঁর কৃতিত্ব উল্লেখ করে শুভেচ্ছা জানিয়েছে। আইসিসি-র ট্যুইট-টেস্টে ভারতের দ্বিতীয় সর্বাধিক উইকেট সংগ্রহকারী স্পিনার-৪১৭। একদিনের ক্রিকেটেও দ্বিতীয় সর্বাধিক উইকেট সংগ্রহকারী স্পিনার-২৬৫। প্রথম ভারতীয় খেলোয়াড় হিসেবে টেস্টে হ্যাটট্রিক। বিশ্বকাপজয়ী। শুভ জন্মদিন হরভজন সিংহ।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement