ঢাকা: দাবাই তাঁর ধ্যান জ্ঞান। চৌষট্টি খোপের দুনিয়ার নিমজ্জিত রাখতেন নিজেকে। সেই দাবা খেলার সময়ই প্রয়াত হলেন জিয়াউর রহমান (Ziaur Rahman)। বাংলাদেশের ক্রীড়ামহলে যা নিয়ে শোকের ছায়া।


বাংলাদেশ দাবা ফেডারেশনে চলছে জাতীয় দাবা প্রতিযোগিতার ১২তম রাউন্ডের খেলা। শুক্রবার গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের খেলা ছিল। গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে খেলছিলেন জিয়াউর। দুপুর ৩টের সময় শুরু হওয়া ম্যাচে খেলতে খেলতেই আচমকা লুটিয়ে পড়েন জিয়াউর। ঘড়ির কাঁটায় তখন ৫টা ৫২ মিনিট। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে জিয়াউরকে মৃত বলে ঘোষণা করা হয়।


খেলা চলাকালীন জিয়াউর লুটিয়ে পড়লে তাঁর প্রতিপক্ষ সহ আরও অনেকেই এগিয়ে এসে তাঁকে তুলে নিয়ে যান হাসপাতালে। জিয়াউরকে শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয় দ্রুত। দাবা ফেডারেশন থেকে হাসপাতালে পৌঁছাতে ৯ মিনিট সময় লাগে। হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসকেরা দ্রুতই তাঁর চিকিৎসা শুরু করেন বলে বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যম থেকে জানা যাচ্ছে। তবে লাভ হয়নি। মৃত্যুর কোলে ঢলে পড়েন জিয়াউর। মৃত্যুকালে জিয়াউরের বয়স হয়েছিল ৫০ বছর। তিনি রেখে গেলেন স্ত্রী ও এক ছেলেকে।


বাংলাদেশের তারকা দাবাড়ু জিয়াউর। হাসপাতালে তাঁর স্ত্রী তাসমিনা সুলতানা লাবন্য বলেছেন, 'জিয়া ভাই আর নেই। ওকে আর বাঁচানো গেল না।' কান্নায় ভেঙে পড়েন তিনি।


 






বাংলাদেশের দাবা ফেডারেশনের প্রধান বিচারক হারুনুর রশিদ ঘটনার বিবরণ দেন। তিনি বলেছেন, 'জিয়াউর খেলতে খেলতে চেয়ার থেকে আচমকা পড়ে যায়। ওকে তৎক্ষনাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। চিকিৎসকেরা অনেক চেষ্টা করেছিলেন। কিন্তু জিয়াউরের জ্ঞান ফেরানো আর সম্ভব হয়নি। শেষ পর্যন্ত মৃত বলে ঘোষণা করা হয় জিয়াউরকে।'            


আরও পড়ুন: সাহস হয় কী করে! ভারতের কোন ক্রিকেটারকে বললেন প্রধানমন্ত্রী?





আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।