নয়াদিল্লি: অপেক্ষার অবসান হতে চলেছে শীঘ্রই। অক্টোবরের মাঝামাঝিই দেশে চালু হয়ে যাবে 5G ইন্টারনেট পরিষেবা (5G Internet Service)। বৃহস্পতিবার ঘোষণা করলেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো। তিনি জানিয়েছেন, আগামী ১২ অক্টোবরের মধ্যে আনুষ্ঠানিক ভাবে 5G পরিষেবার উদ্বোধন হবে বলে আপাতত ঠিক হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও 5G ইন্টারনেট পরিষেবা নিয়ে মুখ খুলেছিলেন। জানিয়েছিলেন, 4G-র তুলনায় ১০ গুণ বেশি গতিসম্পন্ন হবে 5G ইন্টারনেট পরিষেবা (5G India Launch)। 


অক্টোবরের মাঝামাঝি সময়েই দেশে চালু হচ্ছে 5G পরিষেবা


এ দিন অশ্বিনী (Minister Vaishnaw) বলেন, "দ্রুত 5G ইন্টারনেট পরিষেবা চালুর পরিকল্পনা করছি আমরা। টেলিকম অপারেটররা তার কাজ শুরু করে দিয়েছে। এই মুহূর্তে ইনস্টলেশনের কাজ চলছে। আশা করছি, ১২ অক্টোবরের মধ্যে 5G পরিষেবার উদ্বোধন হবে। তার পর দেশের বিভিন্ন শহরে তা পৌঁছে দেওয়া হবে।"


দিল্লি সূত্রে জানা গিয়েছে, দেশের বিভিন্ন প্রান্তে ধাপে ধাপে পৌঁছে দেওয়া হবে 5G ইন্টারনেট পরিষেবা। প্রথম পর্যায়ে ১৩টি শহরকে বেছে নেওয়া হয়েছে। এর ফলে, দ্রুত গতিসম্পন্ন ইন্টারনেট পরিষেবা ব্যবহার করতে পারবেন সেখানকার মানুষ জন। প্রথম দফায় যে ১৩টি শহরে 5G পরিষেবা পৌঁছবে, সেগুলি হল—আমদাবাদ, বেঙ্গালুরু, চণ্ডীগড়, চেন্নাই, দিল্লি, গাঁধীনগর, গুরুগ্রাম, হায়দরাবাদ, জামনগর, কলকাতা, কলকাতা, লখনউ, মুম্বই এবং পুণে। 


আরও পড়ুন: SC on Pegasus Issue : পেগাসাসকাণ্ডে ফোনে আড়িপাতার কোনও প্রমাণ মেলেনি, জানাল সুপ্রিম কোর্ট


এর আগে, গত সপ্তাহে টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিতে 5G-র প্রস্তুতি সেরে ফেলতে অনুরোধ জানিয়েছিলেন অশ্বিনী। টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির কাছ থেকে ইতিমধ্যেই সেই বাবদ ১৭ হাজার ৮৭৬ কোটি টাকা পেয়েছে ডিপার্টমেন্ট অফ টলিকম। এই সংস্থাগুলি হল, ভারতী এয়ারটেল, রিলায়্যান্স জিও, আদানি ডেটা নেটওয়ার্কস এবং ভোডাফোন আইডিয়া।  


স্পেকট্রাম নিলামে এই সংস্থাগুলি অংশ নিয়েছিল। আর নিলামের পর দিনের দিনই স্পেকট্রাম অ্যাসাইনমেন্ট-এর চিঠি পেয়ে গিয়েছিল তারা। তবে সাধারণ মানুষের জন্য 5G পরিষেবার দাম কত রাখা হবে, তার নিয়ন্ত্রণ নেই সরকারের হাতে। এ ব্য়াপারে সংস্থাগুলিকেই সিদ্ধান্ত নিতে হবে, সরকার তাতে হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনস-এর সচিব কে রাজারমন। যদিও অশ্বিনী জানিয়েছেন, সাধারণের সাধ্যের মধ্যেই যাতে দাম থাকে, তার জন্য সংস্থাগুলিকে আর্জি জানিয়েছে কেন্দ্র। তিনি বলেন, "দাম যতটা সম্ভব কম রাখা যায়, তার জন্য অনুরোধ জানিয়েছি। গ্রাম এবং শহর, দুই ক্ষেত্রেই তা প্রযোজ্য।"


দাম কত রাখা হবে, তা নিয়ে চলছে জল্পনা


এখনও পর্যন্ত যে তথ্য মিলেছে, সেই অনুযায়ী, আগামী ২৯ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ভাবে একাধিক ক্ষেত্রে 5G পরিষেবা নিয়ে আসবে কেন্দ্র। কে আগে পরিষেবা নিয়ে আসতে পারে, তা নিয়ে এই মুহূর্তে ভারতী এয়ারটেল এবং রিলায়্যান্স জিও-র মধ্যে টক্কর চলছে।