Airtel Rs 9 Plan: মাত্র ৯ টাকায় (Airtel Rs 9 Plan) বার ধামাকাদার অফার নিয়ে এল এয়ারটেল। অর্থাৎ ১০ টাকার জলের থেকেও কম দামে আনলিমিটেড ডেটার অফার দিচ্ছে এই টেলিকম সংস্থাটি। সম্প্রতি এয়ারটেল (Airtel Rs 9 Plan Unlimited) এই নতুন প্ল্যানটি লঞ্চ করেছে। প্রসঙ্গত, এমনই একটি প্ল্যান রয়েছে ভোডাফোন-আইডিয়ারও। তাদের প্ল্যানটির অবশ্য দাম অনেকটাই বেশি সেই তুলনায়। এয়ারটেলের (Airtel Data Booster Plan) প্রায় ৩ গুণ দাম ভোডাফোন-আইডিয়ার ডেটা বুস্টারের  (Vodafone Data Booster Plan))।


কী কী সুবিধা দিচ্ছে এয়ারটেল ?


এয়ারটেলের ৯ টাকার প্ল্যানটি আদতে ডেটা বুস্টার প্ল্যান। অর্থাৎ ইন্টারনেটের প্রয়োজন হলে এই প্য়াকটি রিচার্জ করে ব্যবহার করা যাবে। জেনে নেওয়া যাক এই প্ল্যানের সুবিধাগুলি।



  • এয়ারটেলের ৯ টাকার প্ল্যানে ১ ঘন্টা আনলিমিটেড ডেটা পাওয়া যাবে।

  • মোট ১০ জিবি হাই স্পিড ডেটা দেওয়া হবে এই প্ল্যানে।

  • ফেয়ার ইউসেজ পলিসি অনুযায়ী ১০ জিবি ডেটা শেষ হয়ে গেলে স্পিড কমে ৬৪ কেবিপিএস হয়ে যাবে।

  • যাদের হঠাৎ করে অনেকটা ডেটার প্রয়োজন, তাদের জন্য এই প্ল্যানটি বেশ কার্যকরী।


ভোডাফোন-আইডিয়ার প্ল্যানে কী কী সুবিধা পাওয়া যাচ্ছে বর্তমানে ?



  • ভোডাফোন-আইডিয়ার ২৪ টাকার প্ল্যান।

  • এই প্ল্যানে ১ ঘন্টা আনলিমিটেড ডেটা পাওয়া যাবে।

  • তবে এয়ারটেলের মতো ফেয়ার ইউসেজ পলিসি নেই ভোডাফোন-আইডিয়ার প্ল্যানে।

  • অর্থাৎ যত ইচ্ছে নেট ব্যবহার করা যাবে।  এক ঘন্টা ধরেই পাওয়া যাবে হাই স্পিড ডেটা।

  • যাদের পুরোটাই হাই স্পিড ডেটা দরকার, তাদের জন্য এই প্ল্যান বেশি কার্যকরী।


এয়ারটেল ও ভোডাফোন-আইডিয়ার প্ল্যানের পার্থক্য ?



  • এয়ারটেলের প্ল্যানটি অপেক্ষাকৃত কম দামী। ভোডাফোন-আইডিয়ার প্ল্যানের দাম ৩ গুণ।

  • এয়ারটেল প্ল্যানে ১০ জিবি ডেটা পাওয়া যাবে। ভোডাফোন-আইডিয়ার প্ল্যানে চাইলে ১০ জিবির থেকেও বেশি ডেটা ব্যবহার করা যাবে।

  • এয়ারটেল প্ল্যনে ১০ জিবি শেষ হলে স্পিড কমে ৬৪ কেবিপিএস হবে। ভোডাফোন-আইডিয়ার প্ল্যানে পুরোটাই হাই স্পিড।

  • এয়ারটেলের প্ল্যানে ফেয়ার ইউসেজ পলিসি রয়েছে। ভোডাফোন-আইডিয়ার প্ল্যানে ফেয়ার ইউসেজ পলিসি নেই।


কীভাবে রিচার্জ করবেন ?


রিচার্জের জন্য প্রথমে এয়ারটেল থ্যাঙ্কস বা এয়ারটেলের সাইটে যেতে হবে। সেখানে গিয়ে ৯ টাকার প্যাকটি সিলেক্ট করতে হবে। এবার পেমেন্ট করে দিলেই ফোনে অ্যাক্টিভেট হয়ে যাবে এয়ারটেলের প্ল্যানটি। 


আরও পড়ুন - Clove Benefits: পকেটে কয়েকটি লবঙ্গ নিয়ে বেরোন কাজে, দিনের শেষেও হাসি থাকবে মুখে


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।