Mobile Recharge Hike: এয়ারটেলের (Bharti Airtel ) গ্রাহক হলে বাড়বে খরচ। মোবাইল রিচার্জে (Mobile Recharge) আরও টাকা নেবে কোম্পানি। সম্প্রতি খোদ এই ইঙ্গিত দিয়েছেন ভারতী এয়ারটেলের চেয়ারম্যান সুনীল ভারতী মিত্তল (Sunil Bharti Mittal)।
Airtel Tariff Hike: কবে থেকে বাড়বে মূল্য ?
দেশে 5G প্রযুক্তি আসার পর থেকেই শুরু হয়েছিল এই জল্পনা। এবার সেই জল্পনাতেই পড়ল সিলেমাহর। দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম কোম্পানি ভারতী এয়ারটেল জানিয়ে দিল, চলতি বছরের মাঝেই ট্যারিফের দাম বৃদ্ধি করতে চলেছে কোম্পানি। নিজেই রিচার্জ ট্যারিফ বৃদ্ধির কথা বলেছেন কোম্পানির চেয়ারম্যান।
Telecom Tariff Hike: কী বলেছেন সুনীল ভারতী মিত্তল ?
এদিন দেশের টেলিকম খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন ভারতী এয়ারটেলের চেয়ারম্যান। World Mobile Congress-এ সুনীল মিত্তল বলেন, " ভোডাফোন-আইডিয়ার বর্তমান অবস্থা দেখে আমরা আরও একটা ভোডাফোন-আইডিয়ার ঝুঁকি নিতে পারি না। সরকার ও টেলিকম নিয়ন্ত্রকরা এই বিষয়টি নিয়ে অবগত। সাধারণ মানুষরাও এই পরিস্থিতি উপলব্ধি করতে পারছেন। এরকম একটা সন্ধিক্ষণে এমন একটা টেলিকম কোম্পানি প্রয়োজন, যা গ্রাহকদের জন্য প্রযুক্তির পিছনে খরচ করবে। প্রত্যন্ত গ্রামীণ এলাকাতে টেলিকম পরিষেবা পৌঁছে দেবে। সেই কারণে চলতি বছরের মাঝেই এয়ারটেলের রিচার্জ ট্যারিফ বৃদ্ধি করা হতে পারে।''
Airtel Tariff Hike: সম্প্রতি রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছিল এয়ারটেল
সাম্প্রতিককালে কিছু জায়গায় মোবাইল ট্যারিফ বাড়িয়েছে ভারতী এয়ারটেল। কোম্পানি ন্যূনতম মাসিক প্রিপেড রিচার্জ প্ল্যানের মূল্য বাড়িয়েছে। আগে কোম্পানির ন্যূনতম রিচার্জ প্ল্যান পাওয়া যেত ৯৯ টাকায়, যা বাড়িয়ে ১৫৫ টাকা করেছে কোম্পানি।
ট্যারিফ বৃদ্ধির বিষয়ে এয়ারটেল জানিয়েছিল, গ্রাহকদের আরও ভাল অভিজ্ঞতা দেওয়ার ওপর লক্ষ্যস্থির করছে কোম্পানি। যে কারণে মিটারযুক্ত শুল্কের প্ল্যান বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই কারণেই কোম্পানি ১৫৫ টাকা মূল্যের একটি নতুন এন্ট্রি-লেভেল প্ল্যান নিয়ে এসেছে। যা গ্রাহকদের ১ জিবি ডেটা ও ৩০০ এসএমএস-এর সুবিধা সহ আনলিমিটেড কলিং অফার করে।
5G Network: বেসরকারি কোম্পানিগুলি ৫জি পরিষেবা শুরু করেছে আগেই। এয়ারটেল, জিওর পর এবার ৫জি পরিষেবা পাওয়া যাবে রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানি বিএসএনএল (BSNL 5G)-এর থেকে। আগামী কয়েক মাসের মধ্যেই বাজারে পাওয়া যাবে এই সার্ভিস।
BSNL 5G: কী বলেছেন মন্ত্রী ?
এই প্রসঙ্গে কেন্দ্রীয় টেলিকম ও রেলমন্ত্রী অশ্বীনি বৈষ্ণব জানিয়েছেন, ৪জি থেকে শীঘ্রই ৫জি পরিষেবাতে উন্নীত করা হবে সরকারি টেলিকম কোম্পানি বিএসএনএল-কে। সিআইআই-এর এক অনুষ্ঠানে টেলিকম মন্ত্রী জানান, এখানেই শেষ নয়। রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানির বিস্তারে ১.৩৫ লক্ষ টেলিকম টাওয়ারের সাহায্য নেওয়া হবে। এখনও পর্যন্ত এই বিপুল সংখ্যক টাওয়ার দেশের অন্য কোনও কোম্পানির মূলত, দেশীয় প্রযুক্তিকে উন্নত করতে টেলিকম উন্নয়ন খাতে বছরে ৪০০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। আগে বছরে এই পরিসংখ্যান ছিল ৫০০ কোটি টাকা।
আরও পড়ুন: Aadhaar Card Update: আধারের সুরক্ষায় নতুন বলয়, UIDAI করল এই আপডেট