Flipkart Sale: ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে (Flipkart) খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে Big Billion Days Sale 2022। মোবাইল, ল্যাপটপ, স্মার্ট টিভি এবং অন্যান্য ইলেকট্রনিক্স জিনিসে থাকতে চলেছে আকর্ষণীয় ডিল এবং অফার। এখনও এই সেল শুরুর দিনক্ষণ ঘোষণা করেনি ফ্লিপকার্ট কর্তৃপক্ষ। রিয়েলমি, পোকো, ভিভো এবং স্যামসাংয়ের ফোনের পাশাপাশি আইফোনেও থাকছে ছাড়। ইলেকট্রনিক্স ডিভাইস এবং বিভিন্ন অ্যাকসেসরিজের উপর ৮০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন ক্রেতারা।


ব্যাঙ্ক অফার


অ্যাক্সিস ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্কের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে ফ্লিপকার্ট। আসন্ন সেলে এই দুই ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে কেনাকাটা করলে ইন্সট্যান্ট ১০ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা। ক্যাশব্যাক অফারের জন্য পেটিএম- এর সঙ্গেও যুক্ত হয়েছে ফ্লিপকার্ট সংস্থা। ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে আনলিমিটেড ক্যাশব্যাক পাবেন ক্রেতারা। ইন্সট্যান্ট ক্রেডিট এবং ইএমআই অফারের জন্য ফ্লিপকার্ট পে লেটার অপশন ব্যবহার করতে পারেন।


অ্যাকসেসরিজে অফার



  • স্মার্টফোনের স্ক্রিন গার্ড পাবেন ৯৯ টাকায়।

  • গেমিং ল্যাপটপে থাকবে ৪০ শতাংশ পর্যন্ত ছাড়।

  • অন্যান্য ইলেকট্রনিক আইটেমের উপরে থাকবে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় থাকবে।

  • কম্পিউটার সংক্রান্ত ডিভাইস যেমন- প্রিন্টার, মনিটর এবং আরও অনেক কিছুতেই থাকতে চলেছে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়।

  • স্মার্ট টিভিতেও থাকবে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়। নামিদামি ব্যান্ডের স্মার্ট টিভির দাম শুরু হবে ৮৯৯৯ টাকা থেকে।


Crazy Deals- এর ব্যবস্থাও থাকবে ফ্লিপকার্টের আসন্ন Big Billion Day 2022 Sale- এ। রাত ১২টা, সকাল ৮টা এবং বিকেল ৪টেয় থাকবে এই বিশেষ ছাড়। 'Rush Hours- এর ক্ষেত্রে Early Bird Special- এর আইটেমের উপর ছাড় থাকবে। এছাড়াও থাকতে চলেছে Tick Tock Deals। প্রতি ঘণ্টায় নতুন একটি ডিল থাকবে। সবচেয়ে কম দামে জিনিস পাবেন ক্রেতারা।



Amazon Great Indian Festival Sale 2022


ফ্লিপকার্টের পাশাপাশি অ্যামাজনেও শুরু হতে চলেছে Great Indian Festival Sale 2022। বিভিন্ন গ্যাজেটে ছাড়ের পাশাপাশি থাকবে ক্যাশব্যাক ও এক্সচেঞ্জ অফার এবং নো-কস্ট ইএমআই অফারের সুবিধা। স্মার্টপফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ, কম্পিউটার সঙ্গে যুক্ত বিভিন্ন ডিভাইস, স্মার্ট টিভি ও অন্যান্য স্মার্ট গ্যাজেট, অ্যামাজনের নিজস্ব ডিভাইস অ্যালেক্সার সাপোর্ট- সহ আইটেমে থাকবে ছাড়। এখনও অ্যামাজনের এই সেলের দিনক্ষণ ঘোষণা হয়নি। এসবিআই- এর ক্রেডিট ও ডেবিট কার্ড থাকলে ১০ শতাংশ ক্যাশব্যাক পাবেন ক্রেতারা। প্রাইম সদস্যরা সম্ভবত আগে কেনাকাটার সুযোগ পাবেন।


আরও পড়ুন- হোয়াটসআপে নিজেই নিজেকে মেসেজ করতে পারবেন, তাও আবার বিভিন্ন ডিভাইস থেকে!