Amazon Festival Sale: অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে দারুণ অফার শুরু হয়েছে। এখানে ৮০০ টাকারও কম দামে পাওয়া যাচ্ছে তারবিহীন হেডফোন। সেলে সর্বনিম্ন মূল্যে পাওয়া যাচ্ছে বোটের হেডফোন, এয়ারড্রপ ও সাউন্ড বার। এখনই দাম জানতে ক্লিক করুন অ্যামাজনের সাইটে।


অ্যামাজনে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে দারুণ অফার, ক্লিক করে জানুন সেরা ডিল


১ boAt Rockerz 245v2- আপনি যদি কম বাজেটে ভাল ওয়্যারলেস হেডফোন চান, তাহলে boAt Rockerz 245v2 Wireless Bluetooth কিনতে পারেন। নতুন লঞ্চ হওয়া এই হেডফোনের দাম ২৪৯০ টাকা। যদিও অ্যামাজনের সেলে এখন তা ৭৪৯ টাকায় পাওয়া যাচ্ছে।এই হেডফোনে ব্লুটুথ ৫-এর সুবিধা রয়েছে। ঘাম ও জল প্রতিরোধের ক্ষমতা রয়েছে এই গ্যাজেটে। এছাড়াও ৮ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম এই হেডফোন। আপনি এই হেডফোনগুলিতে ইনবিল্ট মাইক ও ভয়েজ অ্যাসিস্ট্যান্ট পাবেন।অ্যাক্টিভ ব্ল্যাক রঙে পাওয়া যাচ্ছে এই হেডফোন।


অ্যামাজনে বিশাল ছাড় বোট রকার্সে, ক্লিক করে জানুন অফার প্রাইস


২ boAt Airdopes 141 True Wireless Earbuds
বিশাল ছাড় পাওয়া যাচ্ছে বোটের এই এয়ারডোপসে। ৪৯৯৯টাকার এই এয়ারডোপস গুলি অ্যামাজনের সেলে পাবেন ৯৯৯টাকায়। ৪২ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেয় বোটের এই এয়ারডোপ। সঙ্গে রয়েছে দ্রুত চার্জিংয়ের সুবিধা। এই এয়ারডোপগুলিতে IWP প্রযুক্তি রয়েছে। ব্লুটুথের সঙ্গে যুক্ত করলে তা ভয়েজ অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করে।


বোট এয়ারডোপসে বিশাল ছাড় দিচ্ছে অ্যামাজন, দেখে নিন এর অফার প্রাইস


৩ boAt Rockerz 375 Wireless Headphone
আমাজনের সেলে দেখতে পারেন আরেকটি আকর্ষণীয় ওয়্যারলেস হেডফোন। সেলে BoAt Rockerz 375 Wireless Bluetooth হেডফোন মাত্র ৯৯৯টাকায় পাচ্ছেন আপনি। যার আসল দাম ৩৯৯৯ টাকা। সেলে ভাল ডিসকাউন্ট দেওয়ায় এই প্রাইসে পাওয়া যাচ্ছে এই গ্যাজেট। বোটের এই হেডফোনে রয়েছে ১০ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ।


অ্যামাজনে বিশাল ছাড় বোট রকার্জে, কত দাম পড়ছে হেডফোনের ?


৪ boAt Airdopes 452 TWS Earbuds
BoAt Airdopes-এ ভাল ছাড় দিচ্ছে অ্যামাজন। 452TWS Earbud বোট হেডফোনে এই সেলে ১২৯৯টাকায় পাওয়া যাচ্ছে। যার ম্যাক্সিমাম রিটেইল প্রাইস ৪৯৯৯ টাকা। এই ইয়ারবাডসের ব্যাটারি লাইফ ২০ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হয়। দ্রুত চার্জিং সাপোর্ট করে এই গ্যাজেট। এই হেডফোনগুলিতে ENx ও IWP প্রযুক্তি রয়েছে।


৫ boAt AAVANTE Bar 1700D


আপনি যদি কেয়ালিটি মিউজিক শুনতে পছন্দ করেন তবে সাউন্ড বার কিনতে পারেন। অ্যামাজনের সেলে boAt AAVANTE Bar 1700D 120W 2.1 পাওয়া যাচ্ছে ৭৪৯৯টাকায়। যার স্টিকার প্রাইস ১৯,৯৯৯ টাকা। এই প্রিমিয়াম কোয়ালিটি সাউন্ড বারে ডলবি অডিও রয়েছে।এই সাউন্ড বারে সিগনেচার সাউন্ড ও তারযুক্ত সাবউফার দিয়েছে কোম্পানি। এই ব্লুটুথ-চালিত সাউন্ড বারে একাধিক কানেকশন মোড রয়েছে। আপনি যদি ভাল গান শুনতে চান, তাহলে আপনি সেগুলিকে যেকোনও ডিভাইসে জুড়ে দিতে পারেন।


অ্যামজনের ফেস্টিভ্যাল সেলে দারুণ অফার, বোট আভান্তে স্পিকার পাবেন এই দামে


আরও পড়ুন : Amazon Diwali Festival Sale: ৪০ শতাংশ ছাড়, ওয়্যারলেস ব্লুটুথ হেডফোনে দারুণ ডিল অ্যামাজনের


আরওপড়ুন ; Amazon Festival Sale: iPhone 12-এ সরাসরি ২০ শতাংশ ছাড়, মেগা সেল দিচ্ছে অ্যামাজন


আরও পড়ুন ; Amazon Backpack Offers: আর পাবেন না এই অফার, অ্যামাজনে ব্যাকপ্যাকে ৮০% ছাড়