Amazon Festival Sale: দারুণ অফারে স্মার্টফোন দিচ্ছে অ্যামাজন। কোম্পানির সেলে সেরা ফোনের ওপর পাচ্ছেন বাম্পার ডিল। সঙ্গে থাকছে পুরোনো ফোন এক্সচেঞ্জের সুযোগ। চাইলে EMIতে কিনতে পারবেন ফোন। সেক্ষেত্রেও রয়েছে সুযোগ। অ্যামাজন UPI ও কিছু নির্দিষ্ট ক্রেডিট কার্ড ব্যবহার করলে কেনাকাটার উপর ১০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন গ্রাহক।
অ্যামাজনে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে দারুণ অফার, ক্লিক করে জানুন সেরা ডিল
১ realme narzo 50A
সেলে 13,999 টাকার রিয়েলমে নারজো 50 পাবেন 12,499 টাকায়।এই ফোনের ক্যামেরা স্পেকস বেশ আকর্ষনীয়। যার মধ্যে রয়েছে 50MP + 2MP + 2MP মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা রয়েছে। এ ছাড়াও দেওয়া হয়েছে 8MP মেগার সেলফি ক্যামেরা। ফোনে MediaTek Helio G85 অক্টাকোর প্রসেসর দিয়েছে কোম্পানি। ফোনে 4 জিবির RAM ও 128 জিবি স্টোরেজ রয়েছে। যা 256 জিবি পর্যন্ত বাড়ানো যেতে পারে। ফোনে 6.5 ইঞ্চির এইচডি ডিসপ্লে ছাড়াও শক্তিশালী 6000 এমএএইচ-এর ব্যাটারি রয়েছে।
কী অফারে পাবেন realme narzo 50A, জেনে নিন দাম
২ Redmi 9 Activ (Carbon Black)
অ্যামাজনের সেলে সর্বাধিক বিক্রিত মোবাইলগুলির মধ্যে এখন রেডমি 9 অ্যাক্টিভের নাম রয়েছে। গ্রাহকদের খুব পছন্দের ফোনের তালিকায় রয়েছে এই ফোন। 9,499 টাকার এই ফোন এখন অ্যামাজনের সেলে 8,799 টাকায় পাওয়া যাচ্ছে। এই ফোনের প্রাইমারি ক্যামেরা 13+2 MP ও সামনের ক্যামেরাতে AI পোর্ট্রেট-সহ 5 MP-র ক্যামেরা রয়েছে। এই ফোনে অক্টাকোর হিলিও প্রসেসর ছাড়াও HD ডিসপ্লে দিয়েছে কোম্পানি।6.53 ইঞ্চির স্ক্রিন দেওয়া হয়েছে ফোনে।ব্যাটারি ব্যাকআপের জন্য ফোনে রয়েছে বিশাল 5000 mAH-এর ব্যাটারি।4GB র্যাম ও 64GB স্টোরেজ রয়েছে এই ফোনের মডেলে।সঙ্গে গ্রাহক পাবেন ডুয়াল সিমের অপশন।
অ্যামাজনে দারুণ অফারে পাওয়া যাচ্ছে Redmi 9 Activ
৩ Tecno Spark 7T
অ্যামাজনের সেলে 10,999 টাকার এই স্মার্ট ফোনটি এখন 8,499 টাকায় বিক্রি হচ্ছে। এই ফোনে একটি ডুয়াল ক্যামেরা আছে যার মধ্যে 48MP AI ডুয়াল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। সঙ্গে রয়েছে 8MP-র সেলফি ক্যামেরা।ফোনে 6000mAh-এর শক্তিশালী ব্যাটারি দিয়েছে কোম্পানি।6.52 ইঞ্চির এইচডি স্ক্রিন রয়েছে ডিভাইসে।ভালো পারফরম্যান্সের জন্য ফোনে Helio G35 গেমিং প্রসেসর দিয়েছে কোম্পানি।অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমে চলে এই ডিভাইস।
এই লিঙ্কে ক্লিক করে জানুন Tecno Spark 7T-এর দাম ও স্পেকস
৪ Samsung Galaxy M12 Blue
ডিল অফ দ্য ডে -তে স্যামসাং গ্যালাক্সি এম 12 -এ চলছে দারুণ অফার। ফোনের দাম 12,999 টাকা হলেও সেলে এখন 9,499 টাকায় পাওয়া যাচ্ছে এই ফোন। এতে48MP+5MP+2MP+2MP কোয়াড ক্যামেরা রয়েছে। যেখানে গ্রাহক পাবেন 48MP-র প্রাইমারি ক্যামেরা ছাড়াও একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা। ফোনে6000mAH-এর লিথিয়াম-আয়ন ব্যাটারি দিয়েছে কোম্পানি।6.5-ইঞ্চির স্ক্রিনসাইজের ফোনে 4GB র্যাম ও 64GB স্টোরেজ রয়েছে।
এই লিঙ্কে ক্লিক করে জানুন স্যামসাঙের সেরা ফোনগুলির দাম
৫ Oppo A31 (Mystery Black)
অ্যামাজনের সেলে যে স্মার্টফোনগুলির ভালো বিক্রি তার মধ্যে রয়েছে Oppo A31। এই ফোনের দাম 15,999 টাকা হলেও সেলে তা 11,490 টাকায় পাওয়া যাচ্ছে। এই ফোনে 12 + 2 + 2MP এর ট্রিপল রেয়ার ক্যামেরা রয়েছে। ফোনে 4GB র্যাম ও 64GB স্টোরেজ দিয়েছে কোম্পানি।
বাম্পার অফারে পাবেন Oppo A31 (Mystery Black), অ্যামাজনের সেলে এই দাম
আরওপড়ুন ; Amazon Festival Sale: iPhone 12-এ সরাসরি ২০ শতাংশ ছাড়, মেগা সেল দিচ্ছে অ্যামাজন
আরও পড়ুন ; Amazon Backpack Offers: আর পাবেন না এই অফার, অ্যামাজনে ব্যাকপ্যাকে ৮০% ছাড়