![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Tab Under Rs. 20,000: অ্যামাজনের সেলে ২০ হাজার টাকার কমে কোন কোন ট্যাব কিনতে পারবেন, রইল তালিকা
Amazon Great Republic Day Sale 2024: অ্যামাজনে চলছে গ্রেট রিপাবলিক ডে সেল। সেখান থেকে ২০ হাজার টাকার কমে কেনা যাবে ট্যাব। তালিকায় কোন কোন মডেল রয়েছে, একনজরে দেখে নিন।
![Tab Under Rs. 20,000: অ্যামাজনের সেলে ২০ হাজার টাকার কমে কোন কোন ট্যাব কিনতে পারবেন, রইল তালিকা Amazon Great Republic Day Sale 2024 Check top deals on tablets under Rs 20000 here is the list you should check Tab Under Rs. 20,000: অ্যামাজনের সেলে ২০ হাজার টাকার কমে কোন কোন ট্যাব কিনতে পারবেন, রইল তালিকা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/16/9640dc3447b6b177c328a6d5a86c5af31705346153563485_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Tab Under Rs. 20,000: অনেকের কাজকর্মের সূত্রে প্রয়োজন হয় ট্যাবলেট। সাধারণত ট্যাবের দাম কিছুটা বেশিই হয়। তবে অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেল ইউজারদের জন্য এনেছে সুখবর। ২০ হাজার টাকার কম দামে ট্যাব কিনতে পারবেন এবার। জানা গিয়েছে, অ্যামাজনের সেলে ট্যাবের দাম ৪০ শতাংশ পর্যন্ত ছাড় রয়েছে। এর পাশাপাশি এসবিআই- এর ক্রেডিট কার্ড কিংবা ইএমআই ট্রানজাকশনের মাধ্যমে ট্যাব কেনা হলে ১০ শতাংশ ইনস্ট্যান্ট ছাড় পাবেন ইউজাররা।
অ্যামাজনের সেল থেকে ২০ হাজার টাকার কমে কোন কোন ট্যাব কিনতে পারবেন, দেখে নেওয়া যাক তালিকা
Samsung Galaxy Tab S6 Lite
এই ট্যাব অ্যামাজন থেকে ১৬,৯৯৯ টাকায় কেনা যাবে। ভারতে নীল, ধূসর এবং গোলাপি রঙে স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৬ লাইট মডেলটি পাওয়া যাবে। এই ট্যাবে রয়েছে ১০.৪ ইঞ্চির TFT স্ক্রিন যার রিফ্রেশ রেট ৬০ হার্টজ। স্যামসাং গ্যালাক্সির এই ট্যাবে একটি অক্টা-কোর প্রসেসর রয়েছে। এছাড়াও রয়েছে ৭০৪০ এমএএইচ ব্যাটার। আর রয়েছে ৮ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। ডুয়াল স্পিকার রয়েছে স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৬ লাইট মডেলে। এখানে ইউজাররা পাবেন AKG এবং Dolby Atmos 3D surround sound এফেক্টের সাপোর্ট।
Redmi Pad
রেডমি সংস্থার এই ট্যাব অ্যামাজনের সেল থেকে কেনা যাবে ১১,৯৯৯ টাকায়। সবুজ, ধূসর এবং রুপোলি- এই তিন রঙে পাওয়া যাবে ট্যাবটি। এখানে রয়েছে ১০.৬১ ইঞ্চির ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। রেডমি প্যাড মডেলে রয়েছে একটি অক্টা-কোর প্রসেসর। এছাড়াও রয়েছে ৮০০০ এমএএইচ ব্যাটারি, ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। এই ফোনের রেয়ার প্যানেল এবং ডিসপ্লে, দু'ক্ষেত্রেই রয়েছে যথাক্রমে ৮ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর এবং ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। Android 12-based MIUI 13- এর সাপোর্টে পরিচালিত হয় রেডমি প্যাড।
Samsung Galaxy Tab A9+
স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ৯ প্লাস- এই ট্যাবলেটটি অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেল থেকে কেনা যাবে ১৪,৪৯৯ টাকায়। ধূসর, গাঢ় নীল এবং রুপোলি রঙে কেনা যাবে ট্যাবটি। এখানে রয়েছে ১১ ইঞ্চির এলসিডি ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। কোয়ালকমের স্ন্যাপড্রাগন SM375 প্রসেসর রয়েছে স্যামসাং গ্যালাক্সির এই ট্যাবে। এই মডেলে একটি ৭০৪০ এমএএইচ ব্যাটারি, ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ স্পেস রয়েছে। এই ট্যাবে রয়েছে ৮ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
Lenovo Tab P11 (2nd Gen)
লেনোভো ট্যাব পি১১ সেকেন্ড জেনারেশন অ্যামাজনের সেল থেকে কেনা যাবে ১৫,৯৯৯ টাকায়। এই ট্যাবে রয়েছে ১১.৫ ইঞ্চির IPS ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও রয়েছে মিডিয়াটেক হেলিও জি৯৯ অক্টা-কোর প্রসেসর। আর রয়েছে ৭৭০০ এমএএইচ ব্যাটারি, ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। চারটি স্পিকার রয়েছে লেনোভোর এই ট্যাবে। সেখানে Dolby Atmos সাপোর্ট পাবেন ইউজাররা। কানেক্টিভিটি অপশন হিসেবে রয়েছে ওয়াই-ফাই ৬ এবং ব্লুটুথ ৫.২- এর সাপোর্ট।
আরও পড়ুন- অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেলে ৫০ হাজার টাকার কম দামে কোন কোন ল্যাপটপ কিনতে পারবেন?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)