Amazon Great Summer Sale: অ্যামাজন (Amazon) সংস্থা ভারতে খুব তাড়াতাড়ি গ্রেট সামার সেল (Great Summer Sale) শুরু করতে চলেছে। যদিও এখনও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। তবে ই-কমার্স সংস্থার এই সেলে দুর্দান্ত অফার পাবেন ক্রেতারা। অন্যান্য গ্রাহকদের তুলনায় প্রাইম মেম্বারদের জন্য একদিন আগে চালু হবে অ্যামাজনের এই সেল। অর্থাৎ অ্যামাজন প্রাইম মেম্বাররা গ্রেট সামার সেলে অন্যান্য গ্রাহকদের তুলনায় একদিন আগে থেকে কেনাকাটার সুযোগ পাবেন। এছাড়াও শোনা গিয়েছে, স্মার্টফোনের পাশাপাশি অন্যান্য ইলেকট্রনিক্স জিনিসেও ভাল পরিমাণে ছাড় পাওয়া যাবে। এবার একনজরে দেখে নেওয়া যাক অ্যামাজনের গ্রেট সামার সেলে ক্রেতারা কী কী সুবিধা পেতে চলেছেন।


অ্যামাজনের গ্রেট সামার সেল 



  • অ্যামাজনের এই সেলের যে টিজার প্রকাশ্যে এসেছে সেখানে দেখা গিয়েছে স্মার্টফোনের ক্ষেত্রে প্রায় ৪০ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা। ই-কমার্স সংস্থার তুরফেই এই টিজার প্রকাশ করা হয়েছে। স্মার্টফোন অ্যাকসেসরিজের ক্ষেত্রেও ৪০ শতাংশ পর্যন্ত ছাড় থাকতে চলেছে অ্যামাজনের গ্রেট সামার সেলে। 

  • ওয়ানপ্লাস, স্যামসাং, শাওমি এবং রিয়েলমির ফোনে ছাড় থাকবে সেই ইঙ্গিত পাওয়া গিয়েছে পোস্টারে। এছাড়াও থাকছে নো-কস্ট ইএমআই অপশন। মাসিক কিস্তি শুরু হবে ১৫৫৫ টাকা থেকে। 

  • স্মার্টফোন ছাড়া অ্যামাজনের আসন্ন সেল ইভেন্টে ল্যাপটপের দাম প্রায় ৭৫ শতাংশ ছাড় পাওয়া যাবে। এই তালিকায় রয়েছে স্মার্টওয়াচ, হেডফোন এবং আরও অনেক কিছু। ল্যাপটপের ক্ষেত্রে ৪০ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ থাকবে। ট্যাবলেটের ক্ষেত্রে ৬০ শতাংশ পর্যন্ত এবং হেডফোনের ক্ষেত্রে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন ক্রেতারা। 

  • যাঁরা স্মার্ট টিভি কেনার পরিকল্পনা করছেন তাঁরা এই সেল ইভেন্টের জন্য অপেক্ষা করে যান। কারণ অ্যামাজনের গ্রেট সামার সেলে স্মার্ট টিভি এবং অন্যান্য অ্যাপ্লায়েন্সের ক্ষেত্রে ৬০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন। রেফ্রিজারেটর অর্থাৎ ফ্রিজের দামে ৬০ শতাংশ পর্যন্ত, অ্যালেক্সা ডিভাইসে ৩০ শতাংশ পর্যন্ত, ফায়ার টিভি স্টিক, ফায়ার টিভি কিউবের ক্ষেত্রে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন ক্রেতারা। 

  • ওয়াশিং মেশিনের দামে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন ক্রেতারা। এছাড়াও পুরনো টিভি এক্সচেঞ্জ করলে ৫০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।

  • যদি বই কিংবা গেম কেনার পরিকল্পনা থাকে সেক্ষেত্রে ৭০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন ক্রেতারা। স্মার্ট ডিভাইস যেমন অ্যালেক্সা ডিভাইসের ক্ষেত্রে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন ক্রেতারা। 


আরও পড়ুন- অ্যামাজনে চলছে ছাঁটাই, এবার কোন কোন বিভাগে কোপ? অফিস এসে কাজ না করলে বিপদ কর্মীদের


আরও পড়ুন- মাছ খান না? ডিমে অ্যালার্জি? প্রোটিন মিলবে কীভাবে?