Amazon Deal: দু'দিন চার্জ করতে হবে না ফোন, বিনামূল্যে কিনুন রেডমির এই স্মার্টফোন !
Amazon Offerএই ফোনের এমআরপি 8497 টাকা। তবে সেলে ফোনের দাম 7499 টাকা। এর পরেও আপনি সিটিব্যাঙ্ক বা Axis Miles & More ক্রেডিট কার্ড দিয়ে এই ফোনটি কিনলে 10% বা হাজার টাকা পর্যন্ত সঙ্গে সঙ্গে ছাড় পাবেন
Amazon Offer On Redmi 9A: Redmi 9A স্মার্টফোনের বিক্রি Amazon-এ সবচেয়ে বেশি। সেলের পর এই ফোনের প্রায় 1.5 লাখ ইউজার রিভিউ রয়েছে। এই ফোনের এমআরপি প্রায় 8 হাজার টাকা। যদিও সেলে ফ্ল্যাট দু'হাজার টাকার ছাড় পাওয়া যায়। তারপরেও ফোন প্রায় 6 হাজারে পাওয়া যাবে। যদি এক্সচেঞ্জ অফারটিও অন্তর্ভুক্ত থাকে তবে ফোনটি বিনামূল্যে পাবেন আপনি। কারণ এর এক্সচেঞ্জ অফার 7 হাজারের বেশি।
কীভাবে বিনামূল্যে পাবেন এই ফোন ?
Redmi 9A (Midnight Black 2GB RAM 32GB Storage) এই ফোনের এমআরপি 8497 টাকা। তবে সেলে ফোনের দাম 7499 টাকা। এর পরেও আপনি সিটিব্যাঙ্ক বা Axis Miles & More ক্রেডিট কার্ড দিয়ে এই ফোনটি কিনলে 10% বা হাজার টাকা পর্যন্ত সঙ্গে সঙ্গে ছাড় পাবেন৷ আপনি যদি সিটিব্যাঙ্ক ক্রেডিট কার্ড দিয়ে ইএমআইতে পেমেন্ট করেন তাহলে 1,250 টাকা ছাড় রয়েছে৷
এই লিঙ্কে ক্লিক করে কিনুন রেডমি 9A
Redmi 9A ফোনের স্পেসিফিকেশন:
AI পোর্ট্রেট, AI সিন রিকগনিশন, HDR, প্রো মোড ও 5MP সেলফি ক্যামেরা সহ পাওয়া যায় এই ফোন।
ফোনে আছে 13MP-র প্রধান ক্যামেরা।
ফোনের স্ক্রিন সাইজ 6.53 ইঞ্চি ও এতে একটি HD+ মাল্টি-টাচ ক্যাপাসিটিভ টাচস্ক্রিন রয়েছে।
এই ফোনে পাবেন 3GB RAM ও 32GB ইন্টারনাল মেমরি। যা 512GB পর্যন্ত বাড়ানো যায়।
ফোনে ডুয়াল সিমের বিকল্প রয়েছে যাতে দুটি ন্যানো সিম ব্যবহার করা যায়।
Android v10 হল অপারেটিং সিস্টেম ও Mediatek Helio G25 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে ফোনে।
এই ফোনে রয়েছে 5000mAH লিথিয়াম-পলিমার পাওয়ারফুল ব্যাটারি, যা দু-দিন ধরে চলে।
ফোনের সাথে পাবেন পাওয়ার অ্যাডাপ্টার, ইউএসবি কেবল, সিম ইজেক্ট টুল, ওয়ারেন্টি কার্ড ও ইউজার গাইড।