Amazon Layoffs: ফের অ্যামাজনে (Amazon) কর্মী ছাঁটাই (Layoffs) হতে চলেছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই শুরু হবে এই ছাঁটাই প্রক্রিয়া। শোনা যাচ্ছে, এই দফায় চাকরি খোয়াতে পারেন প্রায় ৯০০০ কর্মী। এর আগেও কর্মী ছাঁটাই করেছে অ্যামাজন সংস্থা। নতুন করে অ্যামাজনে কর্মী ছাঁটাইয়ের কথা প্রকাশ্যে আসায় শুরু হয়েছে উদ্বেগ। প্রসঙ্গত উল্লেখ্য, গতবছরের শেষভাগ থেকেই কর্মী ছাঁটাই প্রক্রিয়া শুরু করেছে অ্যামাজন কর্তৃপক্ষ। গত মাসে আবার শোনা গিয়েছিল, কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি কর্মীদের বেতনও কমাবে এই সংস্থা। সংরক্ষণ করা হবে নতুন নিয়োগের ক্ষেত্রেও। শোনা গিয়েছে, এবার কর্মীদের বেতন প্রায় ৫০ শতাংশ কমাতে চলেছে অ্যামাজন কর্তৃপক্ষ।
অফিসে এসে কাজ করার পরামর্শ
ওয়ার্ক ফ্রম হোমের ধারণা বন্ধ করে অফিসে এসে কর্মীদের কাজ করার কথা বলেছিলেন অ্যামাজন সংস্থার সিইও অ্যান্ডি জেসি। সপ্তাহে অন্তত তিনদিন অফিসে এসে কাজ করার কথা কর্মীদের বলেছিলেন তিনি। একটি অফিশিয়াল ব্লগ পোস্টে একথা জানান সংস্থার সিইও। সেখানেই অফিসে এসে কাজ করার সুবিধা প্রসঙ্গেও উল্লেখ করেন তিনি। অ্যান্ডি জেসির অনুমান, এভাবে ধীরে ধীরে কর্মীরা অফিসে এসে কাজ করা শুরু করলে কোম্পানির ব্যবসায়িক উন্নতি হবে।
২০২২ সাল অর্থাৎ গতবছরের শেষভাগ থেকে ব্যাপক হারে কর্মী ছাঁটাই (Layoffs) করেছে বিশ্বের তাবড় কয়েকটি টেক জায়ান্ট (Tech Giant)। এর মধ্যে বেশ কয়েকটি কোম্পানির ক্ষেত্রে চলতি বছরেও কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। যেমন ই-কমার্স সংস্থা অ্যামাজন (Amazon)। ২০২২ সাল শেষ হওয়ার আগেই অ্যামাজন কর্তৃপক্ষ আভাস দিয়েছিল যে চলতি বছরেও কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া বজায় থাকবে। আর ঠিক সেটাই হয়েছে। চলতি বছরের শুরুতেই একদফা ছাঁটাই হয়েছে অ্যামাজনে। সেখানে প্রায় ১৮ হাজার কর্মীর চাকরি খোয়ানোর আশঙ্কা করা হয়েছিল। ২০২২ সালের নভেম্বর মাসেও একধাক্কায় অনেক কর্মী ছাঁটাই করেছিল অ্যামাজন সংস্থা। প্রসঙ্গত উল্লেখ্য, গতবছর অর্থাৎ ২০২২ সালে নভেম্বর মাসের শুরুর দিকে প্রথমবার কর্মী ছাঁটাই হয়েছিল অ্যামাজন সংস্থায়। সেই সময় একধাক্কায় চাকরি খুইয়েছিলেন প্রায় ১০ হাজার কর্মী।
Disney Layoffs: প্রথম দফায় সাত হাজার কর্মী ছাঁটাই (Layoffs) করেছে ডিজনি (Disney) সংস্থা। ফের কর্মী ছাঁটাই করতে চলেছে এই বিনোদন সংস্থা। শোনা যাচ্ছে, দ্বিতীয় দফায় চাকরি হারাতে পারেন প্রায় চার হাজার কর্মী। গত মাসেই প্রায় সাত হাজার কর্মী ছাঁটাই করেছে ডিজনি কর্তৃপক্ষ। তার একমাসের মধ্যেই ফের কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে এই সংস্থা। এবার কোপ পড়বে প্রায় চার হাজার কর্মীর উপর।
আরও পড়ুন- টেকনো স্পার্ক ১০ প্রো আসছে ভারতে, কবে লঞ্চ হবে এই ফোন? দাম কত হতে পারে?