Tecno Smartphone: ভারতে লঞ্চ হতে চলেছে টেকনো সংস্থার নতুন ফোন টেকনো স্পার্ক ১০ প্রো (Tecno Spark 10 Pro) ফোন। আগামী ২৩ মার্চ লঞ্চ হতে চলেছে এই ফোন। চলতি বছরের মোবাইল ওয়ার্লড কংগ্রেসে (MWC 2023) এই ফোন প্রকাশ্যে এসেছিল। Starry Black এবং Pearl White- এই দুই রঙে লঞ্চ হতে চলেছে টেকনো স্পার্ক ১০ প্রো ফোন। ১৬ জিবি পর্যন্ত র্যাম থাকতে পারে এই ফোনে। সেই সঙ্গে থাকবে ভার্চুয়াল র্যাম ফিচার। মাঝামাঝি রেঞ্জে লঞ্চ হবে টেকনো সংস্থার নতুন ফোন। জানা গিয়েছে, এই ফোনে থাকতে চলেছে মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি। অনুমান করা হচ্ছে, এই ফোনের দাম হতে পারে ১৫ হাজার টাকার আশপাশে। ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে এই ফোন লঞ্চ হতে পারে। ভার্চুয়াল র্যাম ফিচারের সাহায্যে র্যামের পরিমাণ ১৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব হবে।
টেকনো স্পার্ক ১০ প্রো ফোনে কী কী স্পেসিফিকেশন থাকতে পারে
- ডুয়াল সিমের (ন্যানো) স্লট থাকতে পারে টেকনো সংস্থার আসন্ন ফোনে। এই ফোন পরিচালিত হতে পারে অ্যান্ড্রয়েড ১৩ বেসড HiOS 12.6- এর সাহায্যে।
- টেকনো স্পার্ক ১০ প্রো ফোনে একটি ৬.৮ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে থাকতে পারে, তার রিফ্রেশ রেট ৯০ হার্টজ হতে পারে।
- এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও থাকতে পারে AI ফিচারের সাপোর্ট এবং ডুয়াল ফ্ল্যাশ। ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর এবং ডুয়াল ফ্ল্যাশ।
- টেকনো সংস্থার আসন্ন ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। এছাড়াও থাকতে পারে ওয়াই-ফাই, ব্লুটুথ সাপোর্ট।
Samsung Smartphone: স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ৫জি (Samsung Galaxy F14 5G) ফোন ভারতে লঞ্চ হতে চলেছে ২৪ মার্চ। জনপ্রিয় টিপস্টার যোগেশ ব্রার ট্যুইটারে আভাস দিয়েছেন যে এই ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের রিটেল বক্স প্রাইস হতে চলেছে ১৭,৯৯৯ টাকা। তবে এই ফোন কেনা যাবে ১৪ থেকে ১৫ হাজার টাকার মধ্যে।
Infinix Smartphone: চিনের সংস্থা ইনফিনিক্সের নতুন ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। আগামী ২৭ মার্চ লঞ্চ হবে ইনফিনিক্স হট ৩০আই (Infinix Hot 30i)। এই ফোনের দাম হতে পারে ১০ হাজার টাকার কম। এই ফোন ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে কেনা যাবে বলে শোনা যাচ্ছে।
আরও পড়ুন- ফের কর্মী ছাঁটাই ডিজনিতে! এবার চাকরি খোয়াতে পারেন প্রায় চার হাজার