ক্যালিফোর্নিয়া: আগেই মেগা ইভেন্টের দিন নিশ্চিত করেছিল Apple। কোম্পানির অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বলা হয়েছিল, আগামী ১৪ সেপ্টেম্বর হতে চলেছে অ্যাপলের বড় অনুষ্ঠান। ক্যালিফোর্নিয়া স্ট্রিমিংয়ের জন্য সবাই তৈরি থাকুন। দিন ঘোষণা করলেও জানা যায়নি সময়। এবার ট্যুইটারে ইভেন্টের সময় ঘোষণা করল Apple।
এদিন সোশ্যাল মিডিয়ায় 'আমেরিকান টেক জায়ান্ট' জানিয়েছে আগামী ১৪ সেপ্টেম্বরে সকাল ১০টার সময় শুরু হবে অ্যাপলের অনুষ্ঠান। মূলত PDT টাইমিং বা 'পেসিফিক ডে লাইট টাইমিং'য়ের কথা বলেছে কোম্পানি। ভারতে সেই অনুযায়ী, রাত সাড়ে ১০টায় শুরু হচ্ছে অ্যাপলের অনুষ্ঠান। করোনাকালে এবারও অনলাইন ইভেন্টের পথেই হেঁটেছে 'আমেরিকান টেক জায়ান্ট'। ক্যালিফোর্নিয়ায় কোম্পানির অফিস অ্যাপল পার্কে হবে এই অনুষ্ঠান।
শোনা যাচ্ছে, ওই দিনই iphone 13-এর পাশাপাশি Apple Watch 7 লঞ্চ হতে পারে। অন্তত তেমনই নতুন খবর দিচ্ছে টেক সাইটগুলি। ইতিমধ্যেই অ্যাপলের নতুন ডিভাইস লঞ্চ নিয়ে খবর প্রকাশ্যে এনেছেন Ming-Chi Kuo। টেক সাইট 9to5Mac-এ লেখা হয়েছে এই রিপোর্ট। যেখানে টেক অ্যানালিস্ট Ming-Chi Kuo জানিয়েছেন, বেশি সংখ্যায় অ্যাপলের ঘড়ির প্রোডাকশন আগে আটকে গিয়েছিল। যদিও সেই সময় এখন কাটিয়ে উঠেছে অ্যাপল ও কোম্পানির যন্ত্রাংশ প্রস্তুতকারী কোম্পানিগুলি।শীঘ্রই এর মাস প্রোডাকশন শুরু হচ্ছে।
Apple Watch 7-এ নতুন স্ক্রিন সাইজ
টেক সাইটগুলির রিপোর্ট বলছে, নতুন ঘড়িতে ৪১ এমএম ও ৪৫ এমএম কেস সাইজ দেবে কোম্পানি। স্ক্রিন সাইজ বদলে যাওয়ার ফলে ইউজার ইন্টারফেসেও আসতে পারে বদল। শোনা যাচ্ছে, অ্যাপল ওয়াচ ৭ -এ নতুন ফেস দেবে কোম্পানি। যা কেবল সেভেন সিরিজের ঘড়িতেই পাওয়া যাবে। পুরোনো মডেলের সফটওয়্যার আপডেট হলেও এই ওয়াচ ফেস পাওয়া যাবে না। এমনই জানাচ্ছে টেক সাইট ম্যাক রিউমারস।
Apple Watch 7-এ নতুন চিপ ?
রিপোর্ট বলছে, ঘড়িতে আগের থেকে বেজেল এরিয়া অনেক কম হবে। সাইডে কার্ভের বদলে ফ্ল্যাট ডিজাইন আনতে চলেছে কোম্পানি।যার ফলে এমনিতেই ঘড়ির আয়তন আগের থেকে অনেক বড় দেখাবে। শোনা যাচ্ছে, নতুন সিরিজে বড় ব্যাটারির জন্য S7 চিপ ব্যবহার করতে চলেছে অ্যাপল। আগামী মাসেই লঞ্চ হতে পারে এই নতুন ঘড়ি।
iPhone 13 price (সম্ভাব্য দাম)
সম্প্রতি অ্যাপলের iPhone 13-এর দাম নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে ব্লগ সাইট Apple Hub। বহুদিন ধরেই আইফোন ১৩-এর আপডেট দিয়ে আসছে এই সাইট। এবার GizChina-কে উদ্ধৃত করে iPhone 13-এর সম্ভাব্য দাম ফাঁস করেছে এই ব্লগ সাইট। যেখানে বলা হয়েছে, একসঙ্গে iPhone 13, the iPhone 13 Pro, iPhone 13 Pro Max ও iPhone 13 Mini নিয়ে আসছে কোম্পানি। যার মধ্যে iPhone 13-এর দাম রাখা হয়েছে ৭৯৯ ডলার। ভারতীয় মুদ্রায় যা দাঁড়াচ্ছে ৫৮,৬০০ টাকা। যদিও ভারতে এই ফোনের দাম আরও বেশি হবে। মূলত স্থানীয় কর দেওয়ার জন্য ফোনের দাম বেশি দিতে হবে ক্রেতাকে।
iPhone 13-এর ৪ ভ্যারিয়েন্টের কার কী দাম ?
iPhone 13-এর দাম রাখা হয়েছে ৭৯৯ ডলার। ভারতীয় মুদ্রায় যা দাঁড়াচ্ছে ৫৮,৬০০ টাকা। iPhone 13 Pro-র দাম হতে পারে ৯৯৯ ডলার। ভারতীয় মুদ্রায় যার দাম ধরা হবে ৭৩,৩০০টাকা। পাশাপাশি iPhone 13 Pro Max-এর দাম ১০৯৯ ডলার ধার্য করতে পারে কোম্পানি। ভারতীয় মুদ্রায় যার দাম দাঁড়াচ্ছে ৮০,৬৮৯ টাকা। এদের থেকে অপেক্ষাকৃত অনেকটা কম দাম হতে চলেছে iPhone 13 Mini-র। ৬৯৯ ডলারেই পাওয়া যেতে পারে এই ফোন। ভারতীয় মুদ্রায় যার দাম হবে ৫১,৩১৪ টাকা।
আরও পড়ুন : iPhone ক্যামেরার অজান্তেই ক্ষতি করছেন আপনি ! জেনে নিন কীভাবে ?
আরও পড়ুন : Vivo X70 series: ক্যামেরা কেন্দ্রিক ফোন, চিনে চমক দিল Vivo X70 series