iPhone 15 Price Cut: ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট ইন্ডিয়ার (Flipkart India) ওয়েবসাইটে অ্যাপেল আইফোন ১৫ (iPhone 15) মডেলের দাম কমেছে। যাঁরা আইফোন ১৫ মডেলের ১২৮ জিবি (Apple iPhone 15, 128 GB Storage Model) স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে চান তাঁরা ভাল পরিমাণে ক্যাশব্যাক অফার (Cashback Offers) পাবেন। তার ফলে ফোনের দাম প্রায় ১৩,৯০০ টাকা কমবে। গতবছর অর্থাৎ ২০২৩ সালে আইফোন ১৫ লঞ্চ করেছে অ্যাপেল কর্তৃপক্ষ। এই ফোনে অ্যাপেলের এ১৬ বায়োনিক চিপসেট (Apple A16 Bionic Chipset) এবং ডুয়াল রেয়ার ক্যামেরা (Dual Rear Camera Unit) ইউনিট রয়েছে।
এবার দেখে নেওয়া যাক ফ্লিপকার্টে আইফোন ১৫- র ১২৮ জিবি স্টোরেজ মডেল লঞ্চের সময়ের তুলনায় কতটা কম দামে পাওয়া যাচ্ছে
বর্তমানে ফ্লিপকার্টে আইফোন ১৫, ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ৬৫,৯৯৯ টাকা। গতবছর এই ফোন লঞ্চ হয়েছিল ৭৯,৯০০ টাকায়। অর্থাৎ ১৩,৯০০ টাকা কমে এখন আইফোন ১৫- র ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কেনা যাবে। এই ছাড় পাওয়ার জন্য কোনও নির্দিষ্ট ব্যাঙ্কের কার্ডের প্রয়োজন নেই। অন্যদিকে ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়াতে আইফোন ১৫- র ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭৩,১০০ টাকা। এরপর ক্রেতারা নির্দিষ্ট ক্রেডিট কার্ডের ৬০০০ টাকা ক্যাশব্যাক পাবেন।
ফ্লিপকার্টে ক্রেতারা যখন আইফোন ১৫- র ১২৮ জিবি স্টোরেজ মডেল কেনার জন্য কার্টে যুক্ত করবেন তখন Secured Packaging Fee হিসেবে ৯৯ টাকা আপনাআপনি যোগ হয়ে যাবে। তার ফলে ফোনের দাম হবে ৬৬,০৯৮ টাকা। গুগল পে ইউপিআই ট্রানজাকশন করে ফোনের দাম দিলে ক্রেতারা ১০০০ টাকা ছাড় পাবেন। তার ফলে আইফোন ১৫- র ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম হবে ৬৫,০৯৮ টাকা।
আইফোন ১৫- তে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে, দেখে নিন একনজরে
- আইফোন ১৫ পরিচালিত হয় iOS 17 out-of-the-box- এর সাহায্যে। অ্যাপেলের এ১৬ বায়োনিক চিপ রয়েছে আইফোন ১৫ মডেলে। এর আগে আইফোন ১৪ প্রো মডেলগুলিতে এই চিপসেট দেখা গিয়েছিল।
- এই আইফোন ৬.১ ইঞ্চির Super Retina XDR OLED স্ক্রিন রয়েছে। এর উপরে রয়েছে ডায়নামিক আইল্যান্ড ফিচারের সাপোর্ট। এছাড়াও আইফোন ১৫- ডিসপ্লের উপরে সুরক্ষার জন্য রয়েছে সংস্থার Ceramic Shield ডিসপ্লে প্রোটেকশন।
- আইফোন ১৫- তে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে। এর সঙ্গে ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। ফোনের ডিসপ্লের উপরে ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে।
- আইফোন ১৫ মডেলে USB Type-C পোর্টের সাহায্যে চার্জ দিতে পারবেন ইউজাররা।
আরও পড়ুন- রেডমির নতুন ইয়ারবাডস হাজির ভারতে, মাত্র ১০ মিনিটের চার্জে চলবে ৯০ মিনিট, দাম কত?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।