Apple WWDC 2022: এক ইভেন্টে একাধিক প্রোডাক্ট। অ্যাপলের বার্ষিক ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্স (WWDC) ইভেন্টে আইওএস 16-এর পাশাপাশি নতুন ম্যাকবুক আনল কোম্পানি।যেখানে M2 প্রসেসর দিয়েছে অ্যাপল।


Apple WWDC 2022: আগের থেকে আরও শক্তিশালী চিপ ম্যাকবুকে
অ্যাপলের মতে, তাদের 5nm ডিজাইন করা M2 প্রসেসর দেওয়া হয়েছে নতুন ম্যাকবুকে। যা 25 বিলিয়ন ট্রানজিস্টরযুক্ত অ্যাপলের সিলিকনের পরবর্তী প্রজন্ম। বলা হচ্ছে, এম 2 প্রসেসরটিতে 10-কোর জিপিইউ ও 8-কোর সিপিইউ রয়েছে। এই প্রসেসর 24GB ইউনিফাইড মেমরি পরিচালনা করতে পারে। যার ফলে এই চিপসেট থেকে দুর্দান্ত পারফরম্যান্স আশা করছে ব্যবহারকারীরা।


Apple WWDC 2022: M2 চিপসেট M1 এর চেয়ে বেশি শক্তিশালী


অ্যাপলের মতে, M2 পিসি চিপস পুরোনো M1 এর থেকে বেশি শক্তিশালী। ইভেন্টের সময় বলা হয়েছে, এই M2 চিপসেটটি একটি ডেডিকেটেড নিউরাল ইঞ্জিন যা 8K ভিডিও সমর্থন করতে পারে। বর্তমানে অ্যাপলের ম্যাকবুক এয়ার স্টারলাইট, মিডনাইট, সিলভার ও স্পেস গ্রে রঙে পাওয়া যাচ্ছে। যেখানে দুটি থান্ডারবোল্ট পোর্ট দেওয়া হচ্ছে। পাশাপাশি অ্যাপল ম্যাক বুক এয়ারে ম্যাগসেফের সাথে চার্জ করা যেতে পারে।


Apple WWDC 2022: লিকুইড রেটিনা ডিসপ্লে পাবেন ম্যাকবুক এয়ারে


অ্যাপল এই ম্যাকবুক এয়ারে লিকুইড রেটিনা ডিসপ্লে দিয়েছে। যার সঙ্গে তিনটি মাইকও দেওয়া হচ্ছে। ম্যাকবুক এয়ারের স্ক্রিন সাইজ 13.6 ইঞ্চি রেখেছে কোম্পানি। ভিডিও কলের জন্য এতে একটি 1080p ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। সংস্থার মতে, এই ম্যাকবুক এয়ারের ব্যাটারি ব্যাকআপ 18 ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক দিতে পারে। যা 67 ওয়াটের অ্যাডাপ্টারের সাহায্যে চার্জ করা যায়।অ্যাপলের এম 2 প্রসেসর সহ অ্যাপল ম্যাকবুক এয়ারের দাম 1099 মার্কিন ডলার থেকে শুরু হচ্ছে। যেখানে এম 2 চিপসেট সহ ম্যাকবুক প্রো এর শুরু মূল্য 1299 মার্কিন ডলার রাখা হয়েছে।


Apple WWDC 2022: ভারতে অ্যাপল ম্যাকবুকের দাম
 অ্যাপল বলছে, নতুন ম্যাকবুক এয়ার ও 13 ইঞ্চি ম্যাকবুক প্রো আগামী মাসে নির্বাচিত অ্যাপল অনুমোদিত খুচরো বিক্রেতাদের কাছে পাওয়া যাবে। তবে এর কোনও নির্দিষ্ট তারিখ দেওয়া হয়নি। অ্যাপলের ম্যাকবুক এয়ার এম 2 চিপসেট দিয়ে দাম শুরু হয় 1,19,900 টাকা থেকে। সেখানে ছাত্রদের জন্য 1,09,900 টাকা দাম রেখেছে কোম্পানি। M2 সহ 13 ইঞ্চি ম্যাকবুক প্রো 1,29,900 টাকা থেকে ও ছাত্রদের জন্য 1,19,900 টাকা থেকে শুরু হয়। এর 35W ডুয়াল ইউএসবি-সি পোর্ট পাওয়ার অ্যাডাপ্টার 5,800 টাকায় পাওয়া যাবে। 


আরও পড়ুন : Apple WWDC 2022: আইওএস ১৬-এ নতুন বৈশিষ্ট্য অ্যাপলের, থাকছে এই সুবিধা