Apple New Feature: অ্যাপল তার নতুন OS iOS 16-এ একটি নতুন লকডাউন মোড চালু করতে চলেছে। অ্যাপলের এই নতুন প্রযুক্তি ঘিরে চিন্তা বেড়েছে ব্যবহারকারীদের মধ্য়ে। কোম্পানির দাবি, নতুন ফিচার আইফোনের নিরাপত্তা বাড়াবে। তবে সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপলের নতুন লকডাউন মোড সমস্যা তৈরি করবে ইউজারদের জন্য। প্রযুক্তি বিশেষজ্ঞদের ধারণা, অনলাইনে ব্রাউজ করার সময় আইফোন ডিভাইসের গোপনীয়তা কমে যাবে। 


Apple Lockdown Mode: লকডাউন মোড কী ?
শোনা যাচ্ছে, মূলত সাংবাদিক, রাজনীতিবিদ, সেলিব্রিটিদের মতো উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের জন্য ডিজাইন করা হয়েছে লকডাউন মোড। কোম্পানির দাবি, এটি একটি উচ্চস্তরের নিরাপত্তা ব্যবস্থা । যা ব্যবহারকারীদের সুবিধার জন্যই আনতে চলেছে অ্যাপল। টিম অ্যাপল সূত্রে জানা গিয়েছে, সাইবার আক্রমণকারীরা মূলত প্রভাবশালীদের নিশানা করে। সেই ক্ষেত্রে  তাদের প্রোফাইল বেশি ঝুঁকিপূর্ণ থাকে। অ্যাপলের এই নতুন ফিচার মেসেজ অ্যাটাচমেন্ট  ছাড়াও ওয়েব টেকনোলজি ব্লক করার মতো অনেকগুলি ফাংশন নিষ্ক্রিয় করতে সক্ষম।


Apple New Feature: লকডাউন মোড কি চিন্তার বিষয় ?
মাদারবোর্ডের একটি রিপোর্ট বলছে, লকডাউন মোডের এই বৈশিষ্ট্যটির কিছু সীমাবদ্ধতা রয়েছে। কারা এই উচ্চ সুরক্ষার বিশেষ ফিচার ব্যবহার করছে তা জেনে নিতে পারবে ওয়েবসাইটগুলি। একই কথা বলছে অ্যাপল ইনসাইডের রিপোর্ট। যেখানে বলা হচ্ছে, অ্যাপল ডিভাইসে উপস্থিত লকডাউন মোড শুধুমাত্র ব্যবহারকারীদের সুরক্ষা দেবে না, ভিড়ের মধ্যে তাদের খুঁজে পাওয়া সহজ করে তুলবে।


Apple Lockdown Mode: ব্যবহারকারীদের গোপনীয়তা কীভাবে হুমকির সম্মুখীন হবে ?
প্রতিবেদনে বলা হয়েছে, ফোনে যদি কাস্টম ফন্ট টাইপের কোনও নিয়মিত ফিচার মিস হয়, তাহলে ওয়েবসাইটগুলো তা জানতে পারবে। এই প্রক্রিয়াটির নাম ফিঙ্গারপ্রিন্টিং, তবে সংস্থার মতে, কাস্টম ফন্টের কারণে লকডাউন মোড সনাক্ত করার কোনও অর্থ নেই। যদি এই রিপোর্ট সত্য বলে প্রমাণিত হয়, তবে এই পরিস্থিতিতে ওয়েবসাইটগুলি আইফোনের লকডাউন ফিচার মোডে ব্যবহারকারীদের আইপি ঠিকানাগুলিও খুঁজে বের করতে পারবে। রিপোর্ট বলছে, এই কারণে অ্যাপলের উচ্চ সুরক্ষার মোডই ব্যবহারকারীদের গোপনীয়তায় হস্তক্ষেপ হতে পারে। যা অ্যাপল ডিভাইসের ক্ষেত্রেও ঝুঁকিপূর্ণ হতে পারে। 


৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে অ্যাপেলের লঞ্চ ইভেন্ট 'Far Out'। অনুমান, দীর্ঘ প্রতীক্ষিত আইফোন ১৪ সিরিজ এই ইভেন্টেই লঞ্চ করবে অ্যাপেল সংস্থা। এর সঙ্গে নতুন অ্যাপেল ওয়াচ এবং আইপ্যাড লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে শোনা গিয়েছে। অন্যদিকে জানা গিয়েছে ইতিমধ্যেই ৭ সেপ্টেম্বরের ইভেন্টের জন্য 'Media Invities' পাঠানো শুরু করেছে অ্যাপেল কর্তৃপক্ষ।


আরও পড়ুন : iPhone 14 Launch: প্রতীক্ষার অবসান, লঞ্চ হতে চলেছে আইফোন ১৪ সিরিজ, কবে?