iPhone 14: ভারতে তৈরি হবে আইফোন ১৪ (iPhone 14)। শোনা গিয়েছে, চেন্নাইয়ের কাছে Foxconn প্ল্যান্টে আইফোন ১৪ তৈরি শুরু করেছে অ্যাপেল (Apple) কর্তৃপক্ষ। কুপার্টিনোর টেক জায়ান্ট গত বছরের তুলনায় চলতি বছর আরও আগে এই বছরের আইফোন অ্যাসেম্বলিং করা শুরু করেছে। সূত্রের খবর, অ্যাপেল সংস্থা তাদের পুরো আইফোন প্রোডাকশনের ২৫ শতাংশ ভারতে নিয়ে আসতে চায় ২০২৫ সালের মধ্যে। আর তাই ভারতে তাড়াতাড়ি আইফোন ১৪ ম্যানুফ্যাকচারিং শুরু করেছে তারা। এই উদ্যোগের হাত ধরেই লক্ষ্যমাত্রা পূরণ করতে চায় অ্যাপেল সংস্থা।


বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, স্থানীয় ভাবে তৈরি হওয়া আইফোন ১৪- র মডেলগুলো শিপিং শুরু হবে Foxconn- এর Sriperumbudur facility থেকে যা চেন্নাইয়ের উপকণ্ঠে অবস্থিত। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, ভারতে আইফোন ১৪ তৈরির ব্যাপারে কার্যত মুখিয়ে রয়েছে অ্যাপেল কর্তৃপক্ষ। এর আগেও ভারতে আইফোনের মডেল তৈরি করেছে অ্যাপেল সংস্থা। আইফোন ১৪- র আগে ভারতে ম্যানুফ্যাকচার হয়েছে আইফোন ১৩, আইফোন ১২ এবং আইফোন এসই মডেল। জানা গিয়েছে, ভারতে আইফোন তৈরির জন্য মোট তিনটি সংগঠনে সঙ্গে যুক্ত হয়েছে অ্যাপেল সংস্থা। সেগুলি হল- Wistron, Foxconn এবং Pegatron। অন্যদিকে জানা গিয়েছে, ভারত সরকারের production-linked incentive (PLI) scheme- এর সঙ্গে সরাসরি যুক্ত থাকছে আইফোন ১৪- র ম্যানুফ্যাকচারিংয়ের বিভিন্ন বিষয়।


চলতি মাসের শুরুর দিকেই আইফোন ১৪ লঞ্চ হয়েছে ভারতে। লঞ্চের সময় আইফোনের এই মডেলের দাম ছিল ৭৯,৯০০ টাকা। এবার ভারতেই তৈরি হচ্ছে আইফোন ১৪। আর তার সঙ্গেই টেক প্রেমীদের মুখে মুখে ফিরছে একটাই প্রশ্ন, তাহলে কি এবার আইফোন ১৪- র দাম কমবে ভারতে? যদিও এই প্রশ্নের কোনও সদুত্তর এখনও পাওয়া যায়নি। ভারতে আইফোন ১৪ তৈরি হওয়ার ফলে এর দাম কমতে পারে, আবার নাও কমতে পারে। ভারতে আইফোন ১৪ তৈরি হলে অ্যাপেল কর্তৃপক্ষ ২০ শতাংশ আমদানি শুল্ক সাশ্রয় করতে পারেন। এর প্রভাব সরাসরি আইফোনের দামের উপর পড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে এখনই আইফোন ১৪- র দামে বিশেষ হেরফের হবে বলে মনে করছেন না বিশেষজ্ঞরা। বর্তমানে অবশ্য আইফোন ১৪ বেশ খানিকটা কম দামেই ভারতে পাওয়া যাচ্ছে কারণ ফ্লিপকার্ট এবং অ্যামাজনে চলছে দুর্দান্ত সেল। ফলে দারুণ সব অফার পাচ্ছেন ক্রেতারা।


আরও পড়ুন- ভারতে ক্রেডিট কার্ড লঞ্চ করল স্যামসাং, কী কী সুবিধা পাবেন ক্রেতারা?