iPhone 16 Series: প্রতি বছরই নতুন আইফোন সিরিজ (Apple iPhone Series) লঞ্চ করে অ্যাপেল সংস্থা। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে লঞ্চ হয়েছিল আইফোন ১৫ সিরিজ (iPhone 15 Series)। এবার নতুন বছরে অর্থাৎ ২০২৪ সালে আইফোন ১৬ সিরিজ (iPhone 16 Series) লঞ্চের কথা রয়েছে। সাধারণত অ্যাপেল সংস্থা স্ট্যান্ডার্ড মডেলের সঙ্গে প্লাস, প্রো এবং প্রো ম্যাক্স ফোন লঞ্চ করে। তবে শোনা যাচ্ছে, এবার আইফোন ১৬ সিরিজের ক্ষেত্রে হয়তো মোট ৫টি মডেল লঞ্চ করবে অ্যাপেল সংস্থা। টিপস্টার Majin Bu এক্স মাধ্যমে আসন্ন আইফোন ১৬ সিরিজ সম্পর্কে এমনই আভাস দিয়েছেন। তিনি বলেছে, দুটো আইফোন ১৬ এসই মডেল এবছর লঞ্চ হতে পারে। 


অ্যাপেল কি তাহলে আইফোন ১৬ সিরিজে মোট ৫টি মডেল লঞ্চ করবে?


আইফোন ১৬ সিরিজের মধ্যে আইফোন ১৬ এসই এবং আইফোন ১৬ প্লাস এসই- এই দুই নতুন মডেল লঞ্চ হতে পারে। আইফোন ১৬ সিরিজে ৫টি আলাদা মডেল লঞ্চের জন্য আইফোন এসই মডেলকে ফিরিয়ে আনা হতে পারে। অন্যদিকে শোনা গিয়েছে, আইফোন ১৬ এসই এবং আইফোন ১৬ প্লাস এসই- এই দুই মডেলে ওষুধের ক্যাপস্যুলের আকারের রেয়ার ক্যামেরা লেআউট থাকতে পারে যা আইফোন এক্স- এর কথা মনে করিয়ে দেবে। 



আইফোন ১৬ সিরিজের রেগুলার মডেলে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে। তবে আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স- এই দুই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপের সাপোর্ট থাকতে পারে। এখনকার আইফোন ১৫ সিরিজে চৌকো আকৃতির ক্যামেরা মডিউল রয়েছে। আইফোন ১৬ সিরিজের ক্ষেত্রে এই ক্যামেরা প্যাটার্ন দেখা না যাওয়ার সম্ভাবনাই বেশি। যদিও অ্যাপেল কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি এখনও।


আইফোন ১৬ এসই ফোনে ৬.১ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। এই স্ক্রিনের রিফ্রেশ রেট ৯০ হার্টজ হতে পারে। আইফোন ১৬ প্লাস এসই মডেলে আর একটু বড় ৬.৭ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। এই স্ক্রিনের রিফ্রেশ রেট ৬০ হার্টজ হতে পারে। আইফোন ১৬ এসই এবং আইফোন ১৬ প্লাস এসই- দুটো মডেলেই ডায়নামিক আইল্যান্ড ফিচার থাকতে পারে বলে শোনা গিয়েছে। এছাড়াও আইফোন ১৬ এবং আইফোন ১৬ প্রো ভ্যারিয়েন্টে ৬.৩ ইঞ্চির স্ক্রিন থাকতে পারে বলে শোনা যাচ্ছে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। এর পাশাপাশি আইফোন ১৬ প্রো ম্যাক্স ফোনে ৬.৯ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হওয়ার সম্ভাবনা রয়েছে। 


আরও পড়ুন- ভারতে ভিভো ওয়াই২০০ই ফোন কবে লঞ্চ হবে? কী কী ফিচার থাকতে পারে এই ফোনে?