পশ্চিম বর্ধমান: কুলটির বরাকরে ভরসন্ধেয় শ্যুটআউটের ঘটনা। যুবককে লক্ষ্য করে গুলি ছোঁড়ে দুস্কৃতীরা, হাসপাতালে মৃত্যু হয় গুলিবিদ্ধ যুবকের। বরাকর বাজার সংলগ্ন এলাকায় নির্মীয়মান বাড়িতে এই ঘটনা ঘটে। বন্ধুদের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ তুলেছে পরিবার।


গত ২৯ অগাস্ট পশ্চিম মেদিনীপুরে জোড়া শ্যুটআউটের ঘটনা ঘটে। রিল নয়, একেবারে রিয়েলেই দফায় দফায় গুলি বর্ষণ। দৃশ্যপট সিনেমার মতো মনে হলেও একেবারেই তা নয়। খাস মেদিনীপুরের রাস্তার বাস্তব চিত্র। শহরে জোড়া শ্যুটআউট কার্যত আতঙ্ক ছড়ায় শহরবাসীর মধ্যে। দু’জায়গায় চলল গুলি। এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ।


অভিযোগ, ২৮ অগাস্ট রাত ৮ টা নাগাদ যমুনাবালি এলাকায় একটি ধাবায় ঢুকে ১ লক্ষ টাকা তোলা চায় কয়েকজন দুষ্কৃতী। ধাবার মালিক না থাকায় এক কর্মচারীকে মারধর করে শূন্যে ২ রাউন্ড গুলি চালায় তারা। হোটেলের সিসি ক্যামেরায় ধরা পড়ে গোটা ঘটনা।


অভিযোগ, এর পর মেদিনীপুর শহরের মহতাবপুর এলাকায় পদ্মাবতী শ্মশানঘাটে চড়াও হয়ে দুষ্কৃতীরা এক শ্মশানযাত্রীর বুকে বন্দুক ঠেকিয়ে টাকা চায়। লোক জড়ো হওয়ায় শূন্যে এক রাউন্ড গুলি ছুড়ে তারা চম্পট দেয় বলে অভিযোগ। এই ঘটনায় মেদিনীপুরের কুখ্যাত দুষ্কৃতী মোটা রাজার হাত রয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। তোলা আদায়ের জন্যই হামলা কি না, খতিয়ে দেখতে শুরু করে পুলিশ।


এর আগে গত ১৪ অগাস্ট গভীর রাতে খড়দায় তৃণমূল নেতাকে গুলি করে খুন করা হয়। মৃত রণজয় শ্রীবাস্তব ব্যারাকপুর লোকসভায় তৃণমূলের হিন্দি সংগঠনের সম্পাদক ছিলেন। এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করে খড়দা থানার পুলিশ। টিটাগড় পুরসভার প্রশাসক ও তৃণমূল নেতা প্রশান্ত চৌধুরীর অভিযোগ, খুনের পিছনে বিজেপির হাত রয়েছে। গেরুয়া শিবিরের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে।


আরও পড়ুন: West Bengal School: বিবাহ বিচ্ছেদ বা অপরাধের শিকার হলে অগ্রাধিকার, শিক্ষক-বদলির পদ্ধতিতে একাধিক বদল


আরও পড়ুন: Rajarhat : যুবককে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে মারার অভিযোগ পুলিশের বিরুদ্ধে, উত্তপ্ত রাজারহাট