iPhone 14 Series: আইফোন ১৪ সিরিজ (iPhone 14 Series) লঞ্চ হতে পারে আগামী ৭ সেপ্টেম্বর। অ্যাপেল কর্তৃপক্ষ অবশ্য এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু ঘোষণা করেনি। তবে সম্প্রতি আইফোন ১৪ সিরিজের ফোনের সম্ভাব্য Phone Case- এর ছবি প্রকাশ্যে এসেছে। সেখানে বিভিন্ন ধরনের কালার শেড (Colour Shed) দেখা গিয়েছে। আইফোন ১৪ সিরিজের ফোনের রেয়ার প্যানেলের ডিজাইন সম্পর্কেও আন্দাজ করা গিয়েছে। এই Phone Case- এ রয়েছে ক্যামেরা মডিউল এবং স্পিকারের কাট আউট। আইফোন ১৩ সিরিজের মতো ক্যামেরা মডিউল থাকতে পারে আইফোন ১৪ সিরিজের ফোনের ক্ষেত্রেও।


আইফোন ১৪ সিরিজের ফোনের সম্ভাব্য যেসব Phone Case- এর ছবি প্রকাশ্যে এসেছে সেখানে Midnight Blue, Mint, Navy Blue, Pink, Red, Purple, Yellow- এই কালার শেডগুলি দেখা গিয়েছে। কিছুদিন আগে আবার আইফোন ১৪ সিরিজের ফোনের জন্য Green, Purple, Blue, Black, White, Red- রঙের শেডগুলির কথা প্রকাশ্যে এসেছিল। সেখানে বলা হয়েছিল Pink রঙের শেডের পরিবর্তে এসেছে Purple। এছাড়াও আভাস দেওয়া হয়েছিল যে আইফোন ১৪ প্রো ফোন লঞ্চ হতে পারে Green, Purple, Silver, Gold, Graphite- এইসব রঙের শেডে।


আইফোন ১৪ সিরিজ


আইফোনের এই সিরিজের আইফোন ১৪ ভ্যানিলা মডেল ছাড়াও লঞ্চ হতে পারে আইফোন ১৪ প্রো, আইফোন ১৪ ম্যাক্স এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স। এর মধ্যে আইফোন ১৪ প্রো মডেলের সম্ভাব্য স্টোরেজ ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। আগে শোনা গিয়েছিল এই ফোনে ২৫৬ জিবি স্টোরেজ থাকতে পারে। তবে এবার শোনা যাচ্ছে, আইফোন ১৩ প্রো মডেলের মতো আইফোন ১৪ প্রো মডেলেও সম্ভবত ১২৮ জিবি স্টোরেজই থাকবে।


র‍্যাম এবং স্টোরেজ


আইফোন ১৪ সিরিজের ‘প্রো’ মডেল অর্থাৎ আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স ফোনে এ১৬ বায়োনিক চিপ থাকতে পারে। আর আইফোন ১৪ এবং আইফোন ১৪ ম্যাক্স ফোনে এ১৫ বায়োনিক চিপ থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও শোনা যাচ্ছে, আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স ফোনে ৬ জিবি র‍্যাম থাকতে পারে। অন্যদিকে আইফোন ১৪ এবং আইফোন ১৪ ম্যাক্স মডেলে থাকতে পারে তুলনায় ধীর গতিতে কাজ করবে এমন ৬ জিবি র‍্যাম। আইফোন ১৪ সিরিজের প্রো মডেলে ২ টিবি পর্যন্ত স্টোরেজ থাকতে পারে বলেও শোনা গিয়েছে।


ব্যাটারি ও দাম


আইফোন ১৪ এবং আইফোন ১৪ ম্যাক্স মডেলে যথাক্রমের ৩২৭৯ এমএএইচ এবং ৪৩২৫ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। অন্যদিকে আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স ফোনে যথাক্রমে থাকতে পারে ৩২০০ এমএএইচ এবং ৪৩২৩ এমএএইচ ব্যাটারি সাপোর্ট। আইফোন ১৩ সিরিজের তুলনায় আইফোন ১৪ সিরিজের ফোনের দাম বেশি হবে বলেই শোনা গিয়েছে।


আরও পড়ুন- ১০০ ঘণ্টারও বেশি প্লেব্যাক টাইম ফিচার নিয়ে ভারতে হাজির নয়েজের নতুন ব্লুটুথ নেকব্যান্ড ইয়ারফোন