Asus Zenfone 9: আসুস জেনফোন ৯- (Asus Zenfone 9) শোনা যাচ্ছে নতুন এই অ্যান্ড্রয়েড ডিভাইস নিয়ে কাজ শুরু করেছে আসুস (Asus) সংস্থা। বলা হচ্ছে, আসুস জেনফোন ৯ আসলে এই কোম্পানির সবচেয়ে কমপ্যাক্ট অ্যান্ড্রয়েড স্মার্টফোন আসুস জেনফোন ৮- (Asus Zenfone 8) এর সাকসেসর মডেল। তবে আসুস সংস্থা এখনও তাদের নতুন জেনফোন ৯ সম্পর্কে কিছু জানায়নি। তবে সম্প্রতি একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। সেখানে এ ফোন দেখা গিয়েছে, বলা হচ্ছে সেটি আসুস জেনফোন ৮- এর সাকসেসর মডেল আসুস জেনফোন ৯। সূত্রের খবর, আচমকাই এই ভিডিও আপলোড হয়ে গিয়েছিল। এমন একটি ফোন প্রকাশ্যে এসেছে যার ব্যাপারে আসুস সংস্থা কিছু ঘোষণা করেনি। কিন্তু এই ফোনকেই আসুস জেনফোন ৯ বলে ধরে নেওয়া হচ্ছে।


দেখে নেওয়া যাক আসুস জেনফোন ৯ এর সম্ভাব্য কিছু স্পেসিফিকেশন


১। এই ফোনে একটি ৫.৯ ইঞ্চির স্যামসাং অ্যামোএল্ড ডিসপ্লে থাকতে পারে। তার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। ডিসপ্লের উপর একটি পাঞ্চ হোল কাট আউট থাকতে পারে। মূলত স্ক্রিনের বাঁদিকের কোণে এই ফিচার থাকার সম্ভাবনা রয়েছে। আর সেখানে সেলফি ক্যামেরা সেনসর থাকতে পারে।


২। লাল, কালো,বেজ কালার এবং নীল রঙের শেডে আসুস জেনফোন ৯ লঞ্চ হতে পারে। ফোনের পিছনের অংশে থাকতে পারে দুটো আলাদা ক্যামেরা লেন্স। তবে আকার-আকৃতিতে দুটো ক্যামেরা লেন্সই মোটামুটি সমান।


৩। অনুমান, এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা থাকতে পারে। সেখানে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে।


৪। আসুস জেনফোন ৯- এ একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর থাকতে পারে। তার সঙ্গে একটি ৪৩০০ এমএএইচ ব্যাটারিও থাকতে পারে এই ফোনে।


৫। জানা গিয়েছে, আসুস জেনফোন ৯ একটি IP68 রেটিং প্রাপ্ত ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিসট্যান্ট ডিভাইস হতে পারে। অর্থাৎ জল বা ধুলোয় এই ফোন নষ্ট হওয়ার সম্ভাবনা নেই।


আরও পড়ুন- iQoo Z6 SE ফোনের নাম হাজির iQoo সংস্থার ভারতীয় সাইটে, কবে লঞ্চ হতে পারে?