Blaupunkt সংস্থা তাদের নতুন হেডফোন Blaupunkt BH51 লঞ্চ করেছে ভারতে। এই ব্লুটুথ হেডফোন (Bluwtooth Wireless Headphone) দুটো রঙে লঞ্চ হয়েছে দেশে। ইনবিল্ট মাইক্রোফোন রয়েছে Blaupunkt BH51 হেডফোনে। এছাড়াও রয়েছে ৪০ মিলিমিটারের ডায়নামিক ড্রাইভার। এই ইয়ারফোনে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট রয়েছে। তার সঙ্গে রয়েছ ৩৬০ এমএএইচ ব্যাটারি। ANC ফিচার চালু না থাকলে নতুন এই হেডফোনে একবার চার্জ দিলে ৩২ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক ফিচার সাপোর্ট থাকতে পারে। এই ব্লুটুথ হেডফোনে রয়েছে ওভার দ্য ইয়ার ডিজাইন।


ভারতে Blaupunkt BH51 ইয়ারফোনের দাম এবং উপলব্ধতা


Headphone: Blaupunkt BH51 ইয়ারফোনের দাম ভারতের বাজারে ২৯৯৯ টাকা। কালো এবং নীল রঙে এই হেডফোন লঞ্চ হয়েছে। Blaupunkt সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট এবং ই-কমার্স সংস্থা অ্যামাজনের মাধ্যমে এই হেডফোন কেনা যাবে। এবার দেখে নেওয়া যাক Blaupunkt BH51 ওয়্যারলেস ব্লুটুথ হেডফোনে কী কী গুরুত্বপূর্ণ ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে।


Blaupunkt BH51 ইয়ারফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন



  • এইচডি কোয়ালিটির সাউন্ড পাওয়া যাবে এই ইয়ারফোনে। ওয়্যারলেস এই হেডফোনে রয়েছে ইনবিল্ট মাইক্রোফোন। ইউজারের কানে যাতে কোনও ব্যথা বা অস্বস্তি না হয় সেইজন্য রয়েছে আরামদায়ক ইয়ারপ্যাড।

  • এই হেডফোনে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন বা ANC ফিচার রয়েছে। ইউজারের আশপাশের অবাঞ্চিত শব্দ কমানো বা দূর করার জন্য এই ফিচার রয়েছে Blaupunkt BH51 ইয়ারফোনে।

  • ব্লুটুথ ভি৫ কানেক্টিভিই রয়েছে এই ইয়ারফোনে। ১০ মিটার রেঞ্জের মধ্যে এই হেডফোন ব্যবহার করা যাবে। এটিই সর্বোচ্চ রেঞ্জ।

  • এই ইয়ারফোনে রয়েছে ডুয়াল কানেক্টিভিটি ফিচার। অর্থাৎ একসঙ্গে দুটো স্মার্ট ডিভাইসে এই হেডফোন যুক্ত করা যাবে।

  • Blaupunkt BH51 ওয়্যারলেস ব্লুটুথ হেডফোনে ফুল চার্জ থাকবে এবং ৫০ শতাংশ শব্দ ও ANC ফিচার চালু না থাকলে ৩২ ঘণ্টা পর্যন্ত প্লেটাইম পাওয়া সম্ভব। আর পুরো চার্জ থাকলে, ৫০ শতাংশ ভলিউম রেঞ্জে এবং ANC ফিচার চালু থাকলে ২৪ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক টাইম পাওয়া সম্ভব।

  • এই হেডফোনে প্রায় ১৮০ ঘণ্টা পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম থাকবে বলে মনে করা হয়েছে। turbovolt চার্জিং ফিচারের সাহায্যে এই হেডফোনে ১০ মিনিট চার্জ দিলে ১৮০ মিনিটের প্লেব্যাক টাইম পাওয়া সম্ভব। এই হেডফোনের ওজন ৪৮০ গ্রাম।


আরও পড়ুন- আইফোন ১৪ সিরিজের সঙ্গে আর কী কী লঞ্চ হতে পারে অ্যাপেলের ইভেন্টে