BSNL 5G and 4G: ভারতজুড়ে যখন ৫জি- র (5G) হাওয়া চালু হয়ে গিয়েছে সেই সময় বিএসএনএল (BSNL)বা ভারত সঞ্চার নিগম লিমিটেডের তরফে জানানো হয়েছে যে এবার তাদের ৪জি (4G) নেটওয়ার্ক ভারতে চালু হবে। শোনা গিয়েছে, আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের জানুয়ারি মাসে এই ৪জি সার্ভিস লঞ্চ করতে চলেছে বিএসএনএল। একই সঙ্গে প্রকাশ্যে এসেছে আরও একটি খবর। সূত্রের খবর, আগামী বছর অগস্ট মাসে ভারতে বিএসএনএলের ৫জি সার্ভিসও লঞ্চ হবে।


চলতি বছর অর্থাৎ ২০২২ সালের সেপ্টেম্বর মাসের মধ্যেই ভারতে বিএসএনএল ৪জি পরিষেবা চালু হওয়ার কথা ছিল। তবে তা হয়নি। নতুন করে শোনা গিয়েছে, ২০২৩ সাল অর্থাৎ আগামী বছর শুরুতেই অর্থাৎ জানুয়ারিতে ভারতে বিএসএনএলের ৪জি পরিষেবা চালু হতে পারে। তারপরে পালা ৫জি পরিষেবার। বিএসএনএল কর্তৃপক্ষ টাটা কনসালটেন্সি সার্ভিস (টিসিএস)- এর সাহায্যে ভারতে ৪জি ও ৫জি সার্ভিস চালু করবে বলে শোনা গিয়েছে। এর পাশাপাশি এও শোনা গিয়েছে, টিসিএস সংস্থা ভারত সরকারের টেলিকম টেকনোলজি ডেভেলপার এবং Centre for Development of Telematics (C-DoT)- এর সঙ্গে কাজ শুরু করেছে।


ভারতে ইতিমধ্যেই ৫জি পরিষেবা চালু করেছে ভারতী এয়ারটেল এবং রিলায়েন্স জিও। বর্তমানে গ্রাহকরা যে সিম ব্যবহার করেন, সেখানেই পাওয়া যাবে পরিষেবা। তবে সফটওয়্যার আপডেটের নোটিফিকেশন পেলে তবেই ৫জি সার্ভিসের সুযোগ সুবিধা পাওয়া যাবে। এয়ারটেলের তরফে দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, শিলিগুড়ি, নাগপুর এবং বারাণসীতে ৫জি সার্ভিস চালু করা হয়েছে। অন্যদিকে ৫জি সার্ভিসের বিটা রোল আউট শুরু করেছে রিলায়েন্স জিও। তাদের তরফে মুম্বই, কলকাতা, বারাণসী এবং দিল্লি- এই চারটি শহরে চালু হয়েছে টেস্টিং।


অক্টোবর মাসের শুরুতেই ভারতে ৫জি (5G) পরিষেবার সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের নির্দিষ্ট কয়েকটি শহরে আপাতত চালু হয়েছে ৫জি সার্ভিস (5G in India)। আগামী কয়েক মাসের মধ্যে আরও কিছু শহরে ৫জি পরিষেবা (5G Service)চালু হবে বলে মনে করা হচ্ছে। এর মধ্যেই কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের মার্চ মাসের মধ্যে ওড়িশার অন্তত চারটি শহরে ৫জি পরিষেবা (5G Network) চালু হবে। আর প্রায় সমগ্র ওড়িশা জুড়ে (প্রায় ৮০ শতাংশ) আগামী বছর শেষের মধ্যে ৫জি সার্ভিস চালু হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এর পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের মার্চের মাসের মধ্যে ভারতে ২০০-র বেশি শহরে ৫জি পরিষেবা চালু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর পরের পর্যায়ে আরও অনেক ছোট শহর এবং গ্রামীণ এলাকাতেও ৫জি সার্ভিস চালু করা হবে। অর্থাৎ ৫জি নেটওয়ার্কের বিস্তার ঘটবে ভারতজুড়ে।


আরও পড়ুন- এই মাসেই লঞ্চ হবে রেডমি নোট ১২ সিরিজ, কী কী ফিচার থাকতে পারে