নয়াদিল্লি: বিনামূল্যে ৪জি সিম দেওয়ার অফার জারি রাখল ভারত সঞ্চার নিগম (BSNL)। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই পরিষেবা চালু রাখবে সরকারি পরিচালিত টেলিকম কোম্পানি। বর্তমানে কেবল কেরলে এই পরিষেবা জারি রেখেছে BSNL। যদিও আগামী দিনে দেশের সব জায়গায় এই সার্ভিস দেবে কোম্পানি।
আগেই এই অফার চালু করেছিল (BSNL)। ১০০ টাকার বেশি প্রথম রিচার্জ করলেই সব গ্রাহককে সেই সুবিধা দিচ্ছিল কোম্পানি। সরকারি এই টেলিকম কোম্পানি আরও জানিয়েছে, কেউ অন্য নেটওয়ার্ক থেকে চাইলেই বিএসএনএল-এ নিজের নম্বর ট্রান্সফার করতে পারেন। সেই ক্ষেত্রেও ১০০টাকার বেশি রিচার্জ করলে কোনও ট্রান্সফার কস্ট দিতে হবে না গ্রাহককে।
চলতি বছরের এপ্রিল থেকেই এই অফার দিতে শুরু করেছে (BSNL)। পূর্ব নির্ধারিত অফার অনুযায়ী সেপ্টেম্বর পর্যন্ত free 4G SIM পেতেন গ্রাহকরা।এবার সেই মেয়াদ আরও বাড়িয়ে দিয়েছে ভারত সঞ্চার নিগম লিমিটেড। সাধারণত ৪জি সিমের ক্ষেত্রে ২০ টাকা চার্জ করে কোম্পানি। তবে কেউ অন্য নেটওয়ার্ক থেকে বিএসএনএল-এ পোর্ট করালে সেই ক্ষেত্রে রয়েছে আলাদা সুবিধা। সেই গ্রাহক ১০০টাকার বেশি রিচার্জ করালে বিনামূল্যে পাবেন ৪জি সিম। BSNL Customer Service Centers ছাড়াও কোম্পানির আউটলেট থেকে এই সিম নেওয়ার সুবিধা পাওয়া যায়। দেশে প্রথম এই সুবিধা শুরু করে Kerala Telecom।
BSNL Rs 699 plan for 90 days
বর্তমানে BSNL ৬৯৯ টাকার প্ল্যানের মেয়াদ ৯০ দিনের জন্য বাড়িয়েছে। এখন ১৮০ দিনের প্ল্যান ভ্যালিডিটি দেওয়া হচ্ছে এই প্রোমোশনাল অফারে। ২৮ সেপ্টেম্বর পর্যন্ত এই প্ল্যানের ভ্যালিডিটি ছিল।এবার যা আরও ৯০ দিন বাড়ানো হয়েছে। এই ডেটা প্ল্যান অনুসারে 0.5GB ডেউলি ডেটা ছাড়াও ১০০টি করে এসএমএস করার সুবিধা পাবেন গ্রাহক। সঙ্গে রয়েছে আনলিমিটেড কলের সুবিধা। আরও তিন মাস এর ভ্যালিডিটি বাড়িয়ে দেওয়ায় এবার ডিসেম্বর পর্যন্ত পাওয়া যাবে এই ৬৯৯ প্ল্যানের অ্যাডভান্টেজ।খুচরো দোকানে SMS 123 অথবা USSD ডায়াল করে এই সুয়োগ নিতে পারবেন গ্রাহক।
আরও পড়ুন : BSNL offers : ৫০০ টাকার নিচে ৩৬৫ দিনের ভ্যালিডিটি, দিনে ২জিবি-৩জিবি ডেটা প্ল্যান দিচ্ছে BSNL