ChatGPT: ক্লাস না করেই পরীক্ষায় ৯৪ শতাংশ নম্বর! শুনে চমকে যাচ্ছেন? ঠিক এমনটাই হয়েছে। সৌজন্যে OpenAI- এর জনপ্রিয় চ্যাটবোট ChatGPT। গতবছর অর্থাৎ ২০২২ সালের নভেম্বর মাসে লঞ্চ হয়েছিল এই ChatGPT। তারপর থেকেই চর্চায় রয়েছে এই চ্যাটবোট। এবার শোনা গিয়েছে, ChatGPT ব্যবহার করেই ১২ সপ্তাহের পড়া মাত্র ২-৩ ঘণ্টায় শেষ করেছে এক পড়ুয়া। এরপর পরীক্ষায় ৯৪ শতাংশ নম্বরও পেয়েছে সে। জনপ্রিয় সোশ্যাল মিডিয়া মাধ্যম Reddit- এ এক ইউজার এই পুরো ঘটনা শেয়ার করেছেন। এই পোস্টে ইউজার আসন্ন সেমিস্টার পরীক্ষা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। কারণ ক্লাসে যাওয়ার পরিবর্তে বাড়ি বসে থেকেছেন। এই সমস্যার সমাধানে ChatGPT- কে শিক্ষক হিসেবে ব্যবহার করে গুরুত্বপূর্ণ টপিক বুঝে নিয়েছেন পড়ুয়া। প্রথমে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ টপিক কোনগুলি তা বুঝে নেওয়া হয়েছে। তারপর সেইসব টপিকে ফোকাস রেখেই বাকি পড়াশোনা চলেছে।


প্রথমে এই পড়ুয়া তাঁদের সমস্ত ক্লাসে যা পড়ানো হয়েছে সেই লেকচারের নোট নিয়েছিল এবং তা ChatGPT মাধ্যমে ফেলে সেটার পর্যবেক্ষণ করতে দিয়েছিল। এর থেকে বোঝা গিয়েছে আসন্ন পরীক্ষায় কী কী বিষয়ের উপর জোর দিতে হবে। কারণ এইসব বিষয় থেকেই প্রশ্ন আসার সম্ভাবনা ছিল বেশি। তবে এক্ষেত্রে ওই পড়ুয়া কিছু সমস্যার সম্মুখীন হয়েছেন। যেমন লেকচারের ট্রান্সক্রিপ্ট খুব বড় হলে তা বিশ্লেষণ করা ChatGPT-র পক্ষে অসুবিধাজনক হয়ে যাচ্ছিল। এর ফলে অনলাইনে সমস্ত নোট কিছু ছোট বা সামারাইজ করে তারপর তা দেওয়া হচ্ছিল ChatGPT মাধ্যমে। এরপর এই OpenAI Chatboat সহজে ট্রান্সস্ক্রিপ্ট বিশ্লেষণ করতে পারছিল। 


এআই দৌড়ে গুগল, মাইক্রোসফ্টের সঙ্গে লড়বেন এলন মাস্ক


মাইক্রোসফ্ট ও গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাকে কড়া টক্কর দিতে আসছেন এলন মাস্ক। ট্যুইটার ও টেসলার কর্ণধার জানিয়েছেন, তাঁর AI বদলে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তার ভাষা। গ্রাহকদের প্রশ্নের উত্তরে শেখানো বুলি আওড়াবে না এই প্রযুক্তি। পলিটিক্যালি কারেক্ট থাকার পরিবর্তে "সত্য-সন্ধানী AI" হবে এই ট্রুথজিপিটি (TruthGPT)। সম্প্রতি নিজের নতুন AI নিয়ে মুখ খুলেছেন মাস্ক। যেখানে তিনি জানিয়েছেন, বাকিদের একেবারে অন্য ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট নিয়ে আসতে চলেছেন তিনি। তবে এরই মধ্যে এক সাক্ষাকারে চ্যাটজিপিটির ভয়াবহতা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন এই ধনকুবের। তিনি বলেছেন, ''এই ধরনের আর্টিফিসিআল ইনেটলিজেন্সের মাধ্যমে সভ্যতা ধ্বংসের দিকে যেতে পারে।"


আরও পড়ূন- ফের মেটায় কর্মী ছাঁটাইয়ের ইঙ্গিত! তালিকায় নাম ডিজনিরও