Tan Removal In Summer: গরম হোক বা ঠাণ্ডা, রোজ বাইরে বেরোতে হয় কাজের জন্য। সবসময় স্কার্ফ দিয়ে মুখ ঢাকা সম্ভব হয় না অনেকের পক্ষে। অন্যদিকে রোদ্দুর তো আর কম নয়। ফলে ট্যান পড়বেই। তাই ট্যান পড়লেই ট্যান তুলতেও হয়। ট্যান তোলার কাজে সাহায্য করতে পারে রান্নাঘরের কিছু উপকরণ। এগুলি ট্যানের দাগ নিমেষে দূর করে দেয়। পাশাপাশি ত্বককে রুক্ষ করে দেয় না। 


ত্বকের ট্যান দূর করার ৫ উপকরণ 


দই ও হলুদের মিশ্রণ - আর্ধেক কাপ দইয়ের মধ্যে এক চামচ হলুদ মিশিয়ে নিন। এবার মিশ্রণটি মুখের মধ্যে ভাল করে লাগিয়ে নিন। কিছুক্ষণ রাখার পর ভাল করে ধুয়ে নিন মুখ‌। এটি সেরা ট্যান রিমুভার‌। বাইরে বেরোলে ত্বকের ছিদ্রে ময়লা জমে যায়‌‌। হলুদের অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ সেই ময়লা দূর করে। 


মধু ও লেবুর রস - একটি পাত্রে প্রথমে লেবুর রস চিপে বার করে নিন। এবার এর মধ্যে এক চামচ মধু দিন। মিশ্রণটি মুখে ভাল করে অ্যাপ্লাই করুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন মুখ। লেবু ও মধুর অ্যান্টিঅক্সিডেন্ট মুখের জেল্লা আগের মতোই ফিরিয়ে দেবে। 


পেঁপে - পেঁপে দিয়ে ট্যান রিমুভ করে আরাম পাবেন। কারণ এর মধ্যে রয়েছে অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান। এই উপাদানগুলি ত্বকের প্রদাহ কমায়‌। তাই পেঁপে টুকরো টুকরো করে কেটে নিন প্রথমে। এবার মিহি করে চটকে সেটি মুখে লাগান।  


টোম্যাটো - টোম্যাটো ট্যান দূর করে সহজে। অন্যদিকে এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। এই বিশেষ উপাদানটি ত্বকের স্ট্রেস কমিয়ে দেয়। ফলে ত্বক আরও প্রাণোচ্ছ্বল লাগে। ট্যান রিমুভ করতে গিয়ে রুক্ষ হয়ে যায় না। একটি টোম্যাটো স্লাইস করে কেটে তার শাঁসটুকু মুখে আলতো করে ঘষুন। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন মুখ।


আলু - রান্নাঘরের খুব পরিচিত উপকরণ। কমবেশি অনেক রান্নাতেই আলু দেওয়া হয়। এই আলুর স্টার্চ ত্বকের ট্যান নিমেষে দূর করে। ট্যান রিমুভ করার জন্য আলু প্রথমে দুভাগ করে কেটে নিন। এবার ট্যানের অংশে আলতো করে ঘষতে হবে। 


ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন - Mango Buying Tips: কার্বাইডে পাকা আমের সঙ্গে গাছপাকা আমের তফাত কোথায় ? বুঝবেন কীভাবে ?