Smartwatch: ভারতে স্মার্টওয়াচের (Smartwatch) বাজার ক্রমশ ভাল হচ্ছে। আর তার জন্যই বিভিন্ন সংস্থা দেশে লঞ্চ করেছে আধুনিক সমস্ত স্মার্টওয়াচ। সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে Dizo Watch R Talk এবং Dizo Watch D Talk- এই দুই স্মার্টওয়াচ। নতুন এই দুই ওয়ারেবল ডিভাইসে রয়েছে ব্লুটুথ কলিং সাপোর্ট। এছাড়াও রয়েছে ব্লাড অক্সিজেন স্যাচুরেশন লেভেল বা SpO2 মনিটরিং, রিয়েল টাইম হার্ট রেট মনিটরিং এবং ফিমেল হেলথ ট্র্যাকিং ফিচার। Dizo Watch R Talk স্মার্টওয়াচে রয়েছে একটি ১.৩ ইঞ্চির AMOLED ডিসপ্লে। অন্যদিকে Dizo Watch D Talk স্মার্টওয়াচে রয়েছে একটি ১.৮ ইঞ্চির ডিসপ্লে। এই দুই স্মার্টওয়াচই IP68 রেটিং প্রাপ্ত ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ফিচার। অর্থাৎ ধুলো এবং জলে এই দুই স্মার্টওয়াচের কোনও ক্ষতি হবে না।
Dizo Watch R Talk এবং Dizo Watch D Talk- ভারতে এই দুই স্মার্টওয়াচের দাম এবং উপলব্ধতা
ভারতে Dizo Watch R Talk- এর দাম শুরু হচ্ছে ৪৯৯৯ টাকা থেকে। আগামী ১৩ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে এই স্মার্টওয়াচের বিক্রি শুরু হবে। সেই সময় স্পেশ্যাল লঞ্চ প্রাইস থাকবে ৩৭৯৯ টাকা। অন্যদিকে Dizo Watch D Talk- এর স্মার্টওয়াচের দাম ভারতে ৩৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। এই ওয়ারেবল ডিভাইসের বিক্রি শুরু হবে ২৬ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে। এই স্মার্টওয়াচের ইন্ট্রোডাক্টরি প্রাইস থাকবে ২৭৯৯ টাকা। জানা গিয়েছে, এই দুই স্মার্টওয়াচ কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। Dizo Watch R Talk স্মার্টওয়াচ লঞ্চ হয়েছে Glossy Black এবং Sleek Silver- এই দুই শেডে। অন্যদিকে Dizo Watch D Talk স্মার্টওয়াচ লঞ্চ হয়েছে Classic Black, Silver Grey এবং Light Green- এই তিনটি রঙে।
Noise ColorFit Pulse Go Buzz
ভারতে নয়েজ সংস্থার নতুন একটি স্মার্টওয়াচ Noise ColorFit Pulse Go Buzz- ও সম্প্রতি লঞ্চ হয়েছে। এই স্মার্টওয়াচে রয়েছে ব্লুটুথ ভি৫.৩ কানেক্টিভিটি রয়েছে। এছাড়াও রয়েছে সিঙ্গেল চিপ ব্লুটুথ কলিং ফিচার। ওয়্যারলেস রেঞ্জে ১৮ মিটার পর্যন্ত কানেকশন পাওয়া সম্ভব। এই স্মার্টওয়াচে একটি ১.৬৯ ইঞ্চির TFT ডিসপ্লে রয়েছে। এর পাশাপাশি ১৫০-র বেশি ক্লাউড বেসড এবং কাস্টোমাইজড ওয়াচ ফেসের সাপোর্ট রয়েছে। এছড়াও ১০০-র বেশি স্পোর্টস মোড রয়েছে এই স্মার্টওয়াচে। এর দাম ১৯৯৯ টাকা। অ্যামাজনের পাশাপাশি gonoise.com থেকে এই স্মার্টওয়াচ কেনা যাবে Jet Black, Midnight Blue, Mist Grey, Olive Green, Rose Pink- এইসব রঙে।