Twitter Blue Tick: ট্যুইটারের নতুন সিইও ইলন মাস্ক (Elon Musk) ঘোষণা করেছেন যে ব্লু টিক সাবস্ক্রিপশনের (Twitter Blue Tick Subscription) পুনরায় লঞ্চ হওয়াও পিছিয়ে যাচ্ছে। ২৯ নভেম্বর ট্যুইটারের ব্লু টিক সাবস্ক্রিপশন নতুন করে লঞ্চ হওয়ার কথা কিছুদিন আগে ইলন মাস্ক নিজেই ঘোষণা করেছিলেন। তবে এবার সেটাও পিছিয়ে যাচ্ছে বলে খবর। এর আগেও একবার ট্যুইটারের নতুন ব্লু টিক সার্ভিস লঞ্চ হয়েছিল। কিন্তু শুরু হওয়ার পরেই তা বন্ধ হয়ে যায়। ট্যুইটারের এই নতুন ব্লু টিক ভেরিফিকেশন সাবস্ক্রিপশনের মাধ্যমে মাসে ৮ ডলারের বিনিময়ে ভেরিফায়েড অ্যাকাউন্ট পাবেন ইউজাররা। অর্থাৎ ইউজারদের অ্যাকাউন্টে যুক্ত হবে ব্লু টিক। আগে এই ব্লু টিক পাওয়ার জন্য ইউজারদের আবেদন করতে হত। সেখানে নিজেদের সম্পর্কে তথ্যও দিতে হত। সেইসব তথ্য ভেরিফিকেশন করার পর ট্যুইটার কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিত যে কোন ইউজারকে ব্লু টিক ভেরিফায়েড অ্যাকাউন্ট দেওয়া হবে।
নতুন পরিষেবা যে কেউ টাকা দিয়ে এই ব্লু টিক সাবস্ক্রিপশন কিনতে পারবেন। আর এই ফিচারের কথা প্রকাশ্যে আসার পর থেকেই অনেকে ইউজারদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এখন সেই ধারণা আরও সুদৃঢ় হয়েছে। কারণ অনেক ভেরিফায়েড অথচ ট্রোল করার অ্যাকাউন্ট এই ব্লু টিক ব্যবহার করবে বলে আশঙ্কা করা হচ্ছে। এর মাধ্যমে বিখ্যাত ব্যক্তিদের নিয়ে মশকরা ও অনুকরণের পাশাপাশি জনপ্রিয় কোম্পানির সঙ্গে প্রতারণাও করা যাবে। যতক্ষণ না এইসব ছদ্মবেশী অ্যাকাউন্ট বন্ধ করার ব্যাপারে সঠিক উপায় পাওয়া যাচ্ছে, ততদিন পর্যন্ত টাকার বিনিময়ে ব্লু টিক কেনার সার্ভিস লঞ্চ করা হবে না। ক্রমশ পিছিয়ে যাবে ট্যুইটারের এই নতুন ফিচারের লঞ্চ। এর পাশাপাশি ইলন মাস্কের ট্যুইটে এই ইঙ্গিতও পাওয়া গিয়েছে যে ব্যক্তিগত এবং প্রতিষ্ঠানের ট্যুইটার অ্যাকাউন্টের ক্ষেত্রে আলাদা রঙে টিক মার্ক ব্যবহার হতে পারে।
ট্যুইটারের মালিকানা নেওয়ার পর থেকেই একের পর এক বদল করে চলেছে ইলন মাস্ক। ব্যাপক হারে হয়েছে কর্মী ছাঁটাই। সেই সঙ্গে নিয়ম কানুনে এসেছে অনেক পরিবর্তন। সম্প্রতি আবার জানা গিয়েছে যে, ট্যুইটারে আর কর্মী ছাঁটাই করা হবে না। বরং এবার নতুন করে নিয়োগ হবে ট্যুইটারে। মূলত সেলস এবং ইঞ্জিনিয়ারিং বিভাগে নতুন করে কর্মী নিয়োগ করা হবে। গত একমাসে ট্যুইটারের ৭৫০০ কর্মীর অন্তত দুই তৃতীয়াংশ কর্মীকে ছাঁটাই করেছেন ইলন মাস্ক। পরিসংখ্যান অনুসারে তিনি ট্যুইটারে যুক্ত হওয়ার এক সপ্তাহের মধ্যেই প্রথম পর্যায়ের কর্মী ছাঁটাই শুরু হয়ে গিয়েছিল। এরপর গত সপ্তাহে কর্মীদের হুঁশিয়ারি দিয়ে ইলন মাস্ক জানিয়েছিলেন, আরও বেশি সময় ধরে এবং মনযোগ দিয়ে কাজ করতে হবে। অন্যথায় সংস্থা ছেড়ে যেতে পারেন কর্মীরা। ইলন মাস্কের এই হুঁশিয়ারি পাওয়ার পর প্রায় ১০০০ কর্মী ইস্তফা দিয়েছেন।
আরও পড়ুন- ডিসেম্বরের শুরুতেই ভারতে আসছে নতুন ফোন, কেনা যাবে ফ্লিপকার্ট থেকে, কোন কোন মডেল লঞ্চ হবে?