Smartwatch: ভারতে লঞ্চ হয়েছে নতুন স্মার্টওয়াচ Fire-Boltt Visionary। এই স্মার্টওয়াচে (Smartwatch) রয়েছে একটি ১.৭৮ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে। ১০০টি স্পোর্টস মোডের (Sports Mode) সাপোর্ট রয়েছে এই স্মার্টওয়াচে। এছাড়াও রয়েছে অনেক হেলথ ফিচার (Health Features)। সেই তালিকায় রয়েছে হার্ট রেট ট্র্যাকার, স্লিপ মনিটরিং ফিচার, ব্লাড অক্সিজেন লেভেল SpO2- র মাত্রা নিরীক্ষণ করার ফিচার। ব্লুটুথ কলিং ফিচারও (Bluetooth Calling Feature) রয়েছে এই স্মার্টওয়াচে। এটি একটি IP68 রেটিং প্রাপ্ত splash resistance ডিভাইস। একবার চার্জ দিলে প্রায় ৫ দিন পর্যন্ত এই স্মার্টওয়াচে চার্জ বজায় থাকে। এর পাশাপাশি রিচার্জেবল ব্যাটারি রয়েছে এই স্মার্টওয়াচে।


ভারতে Fire-Boltt Visionary স্মার্টওয়াচের দাম ও উপলব্ধতা


এই স্মার্টওয়াচ লঞ্চ হয়েছে ৩৭৯৯ টাকায়। ২২ জুলাই থেকে শুরু হয়েছে বিক্রি। কেনা যাবে অ্যামাজন এবং Fire-Boltt সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে। কালো, নীল, শ্যাম্পেন গোল্ড এবং ডার্ক গ্রে, গোল্ড, গ্রিন, পিঙ্ক, সিলভার--- এইসব ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে Fire-Boltt Visionary স্মার্টওয়াচ।


Fire-Boltt Visionary স্মার্টওয়াচের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন



  • এই স্মার্টওয়াচে ইনবিল্ট ফিচার হিসেবে রয়েছে একটি মাইক এবং স্পিকারের সাপোর্ট। এছাড়াও রয়েছে গেমিং অপশন।

  • ইউজার কত পা হাঁটবেন, তা গোনার জন্য এই স্মার্টওয়াচে রয়েছে স্টেপস ট্র্যাকার। এছাড়াও রয়েছে স্লিপ মনিটর।

  • ইউজারকে sedentary reminders- ও দেবে এই স্মার্টওয়াচ। অর্থাৎ ইউজারের জল খাওয়া প্রয়োজন কিনা, কখন খেতে হবে, তার অ্যালার্ম দেবে স্মার্টওয়াচ।

  • আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার যুক্ত ভয়েস অ্যাসিসট্যান্ট সাপোর্ট, স্মার্ট নোটিফিকেশন, পেডোমিটার, রোজের ওয়ার্কআউট মেমোরি, একটি ডিসট্যান্স ট্র্যাকার--- এই সমস্ত স্মার্ট ফিচারও রয়েছে এই স্মার্টওয়াচে।

  • এই স্মার্টওয়াচের ডায়ালে রয়েছে কুইক অ্যাকসেস ডায়াল প্যাড। সেখানে কল হিস্ট্রি থেকে শুরু করে ফোনে সেভ থাকা কনট্যাক্ট সবই দেখতে পাবেন ইউজার। ফোনে কল এলে তা স্মার্টওয়াচের সাহায্যেই ধরতে পারবেন আপনি। আর কথা বলার ক্ষেত্রে ট্রু ওয়্যারলেস স্টিরিয়ো ফিচারও কানেক্টেড থাকে এই স্মার্টওয়াচে।


আরও পড়ুন- প্রি-বুকিং শুরু হতে চলেছে প্লেস্টেশন ৫ ডিজিটাল এডিশনের, কোথা থেকে সোনির গেমিং কনসোল অর্ডার করবেন?