iPhone 15 Price Dropped: দাম কমেছে অ্যাপেল আইফোন ১৫- র (Apple iPhone 15)। প্রতি বছরই নতুন আইফোন সিরিজ লঞ্চের আগে পুরনো আইফোন সিরিজের মডেলগুলির দাম কমে। চলতি বছর অর্থাৎ ২০২৪ সালে সেপ্টেম্বর মাসে আইফোন ১৬ সিরিজ (iPhone 16 Series) লঞ্চ হবে বলে অনুমান করা হচ্ছে। যদিও অ্যাপেল সংস্থা আনুষ্ঠানিক ভাবে কিছুই ঘোষণা করেনি এখনও। আইফোন ১৬ সিরিজ লঞ্চের আভাস পাওয়া যেতেই দাম কমেছে আইফোন ১৫- র। ফ্লিপকার্ট, এই ই-কমার্স সংস্থার মেগা জুন বোনাঞ্জা সেলে (Flipkart Mega June Bonanza Sale) আইফোন ১৫- র দাম লঞ্চের সময়ের তুলনায় অনেকটাই কমেছে। আইফোন ১৫ সিরিজের (iPhone 15 Series) এই বেস মডেলে কী কী অফার রয়েছে এবং ছাড় যুক্ত হয়ে দাম কমে কোথায় দাঁড়িয়েছে, দেখে নিন। প্রসঙ্গত উল্লেখ্য, আইফোন ১৫- র দামে রয়েছে ব্যাঙ্ক অফার, এক্সচেঞ্জ অফার এবং আরও অনেক কিছু। 


ফ্লিপকার্টের মেগা জুন বোনাঞ্জা সেলে আইফোন ১৫ কেনা যাবে ৬৭,৯৯৯ টাকায়। এই ফোন ভারতে লঞ্চ হয়েছিল ৭৯,৯৯০ টাকায়। বেস মডেল অর্থাৎ ১২৮ জিবি স্টোরেজ যুক্ত আইফোন ১৫- র ক্ষেত্রে রয়েছে এই ছাড়। পাঁচটি রঙে কেনা যাবে এই ফোন। অফার প্রযোজ্য আইফোন ১৫- র কালো, নীল, সবুজ, গোলাপি এবং হলুদ রঙের মডেলে। ২০২৩ সালে অর্থাৎ গতবছর সেপ্টেম্বর মাসে আইফোন ১৫ সিরিজ লঞ্চ হয়েছিল ভারতে। 


আইফোন ১৫ কেনার ক্ষেত্রে ফ্লিপকার্টের মেগা জুন বোনাঞ্জা সেলে প্রায় ৫৫ হাজার টাকার এক্সচেঞ্জ অফার পাওয়ার সুযোগ থাকছে ক্রেতাদের কাছে। যে ফোন আপনি এক্সচেঞ্জ করছেন সেটি কী অবস্থায় রয়েছে তার উপরে নির্ভর করবে ছাড়ের পরিমাণ। ৫৫ হাজার টাকা হল সর্বোচ্চ এক্সচেঞ্জ অফারের পরিমাণ। এর পাশাপাশি ফ্লিপকার্টের এই সেলে আইফোন ১৫ কেনার জন্য নন-ইএমআই ট্রানজাকশনের ক্ষেত্রে বেশ কিছু ব্যাঙ্কের কার্ডে রয়েছে অতিরিক্ত ১০০০ টাকা ছাড়। 


ফ্লিপকার্টে এর আগেও আইফোন ১৫- র দাম কমেছে। এপ্রিল মাসে আইফোন ১৫- র দাম কমে ফ্লিপকার্টে হয়েছিল ৬৫,৯৯৯ টাকা। এই নিয়ে দ্বিতীয়বার ফ্লিপকার্টে আইফোন ১৫- র একধাক্কায় অনেকটা কমেছে। যাঁরা গুগল পে ইউপিআই- তে ট্রানজাকশনের মাধ্যমে ফ্লিপকার্টের মেগা জুন বোনাঞ্জা সেলে আইফোন ১৫- র ১২৮ জিবি স্টোরেজ যুক্ত মডলে কিনবেন তাঁরা আরও ১০০০ টাকা অতিরিক্ত ছাড় পাবেন।