Ola Electric Car: ইলেকট্রিক স্কুটারের পর এবার বৈদ্যুতিক গাড়ি আনতে চলেছে ওলা। সম্প্রতি কোম্পানির নতুন গাড়ির ছবির সামনে এনেছে কোম্পানি। জেনে নিন কী থাকতে পারে নতুন গাড়িতে।


Ola Electric Car: একেবারে নতুন ডিজাইন
গত বছর কোম্পানি একটি বৈদ্যুতিক স্কুটার চালু করেছিল। ওলার এই স্কুটারে ভাল সাড়া পাচ্ছে কোম্পানি। এই সাফল্যের পরিপ্রেক্ষিতে কোম্পানি ওলা ইলেকট্রিক গাড়ি চালু করতে চলেছে। যা শীঘ্রই বাজারে দেখা যাবে বলে অনুমান করছেন অটো ব্লগাররা। তামিলনাড়ুর ওলা ফিউচার কারখানায় সকল গ্রাহকরা কারখানা পরিদর্শন করার সময় কোম্পানির সিইও ভাবীশ আগরওয়াল আসন্ন বৈদ্যুতিক গাড়ির টিজার প্রকাশ করেন। এই ছোট ভিডিওতে আপনি একটি দুর্দান্ত নকশা-সহ বৈদ্যুতিক গাড়িটি দেখতে পাবেন।


Ola Electric Car: বাজেটের মধ্যে ওলা কার ?
ফিউচারিস্টিক ডিজাইন- টিজার ভিডিওতে দেখা গিয়েছে, ওলা ইলেকট্রিক গাড়ির ডিজাইন আধুনিক ফিচার দিয়ে সাজানোর সম্ভাবনা বেশি। মনে করা হচ্ছে, আপনি সাশ্রয়ী মূল্যের সীমার মধ্যে এই বৈদ্যুতিক গাড়ি পেতে পারেন। বডি ডিজাইনের ক্ষেত্রে, ওলা ইলেকট্রিক গাড়ি হবে বৈদ্যুতিক সেডান বা হ্যাচব্যাক বা এসইউভির ক্রসওভার ডিজাইন। গত বছর তার প্রথম বৈদ্যুতিক গাড়ির কনসেপ্ট ইমেজটিও ভাবীশ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। এই বৈদ্যুতিক গাড়িতে আপনি সামনের গ্রিল ও দরজার হ্যান্ডেল দেখতে পাবেন না। অন্যদিকে, এই গাড়িতে আপনি স্লিপ 
উইন্ডশিল্ড, মসৃণ এলইডি হেডল্যাম্প ও স্পোর্টি অ্যালয় হুইল দেখতে পাবেন।


Ola Electric Car: গাড়ি কত রেঞ্জ দিতে পারে ?
রিপোর্ট বলছে, ওলা ইলেকট্রিক কার স্কেটবোর্ড প্ল্যাটফর্মে তৈরি করা হবে। এই গাড়ির বৈদ্যুতিক মোটরের জন্য বিশেষ শিল্ড তৈরি করা হয়েছে। যা ব্যাটারি ও বৈদ্যুতিক উপাদানগুলির মধ্যে সামঞ্জস্য বজায় রাখে। শোনা যাচ্ছে, এই গাড়িটি আগামী দুই-তিন বছরের মধ্যে বাজারে পাওয়া যাবে। যার ব্যাটারির রেঞ্জ 300 কিলোমিটারেরও বেশি হতে পারে। তবে গাড়ির দাম কমপক্ষে 10 লাখ টাকারও বেশি হবে। 


আরও পড়ুন : New Maruti Brezza: বুকিং শুরু নতুন মারুতি ব্রেজার, ৬ এয়ারব্যাগ, সানরুফের সঙ্গে আসবে গাড়ি