Samsung Smartphone: ভারতে লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এম৩৪ ৫জি (Samsung Galaxy M34 5G) ফোন। জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে এই ফোন দেশে লঞ্চের সম্ভাবনা রয়েছে। শোনা যাচ্ছে, আগামী ৭ জুলাই স্যামসাং গ্যালাক্সি এম৩৪ ৫জি ফোন ভারতে লঞ্চ হবে। আনুষ্ঠানিক ভাবে এই ফোন ভারতে লঞ্চের আগে প্রকাশ্যে এসেছে বেশ কিছু সম্ভাব্য স্পেসিফিকেশন এবং দামের আভাসও পাওয়া গিয়েছে। লঞ্চের পর ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে স্যামসাং গ্যালাক্সি এম৩৪ ৫জি ফোন কেনা যাবে। এর পাশাপাশি স্যামসাং ইন্ডিয়ার অনলাইন এবং অফলাইন স্টোর থেকেও এই ফোন কিনতে পারবেন আগ্রহীরা। 


স্যামসাং গ্যালাক্সি এম৩৪ ৫জি ফোনের সম্ভাব্য ডিজাইন এবং স্পেসিফিকেশন 



  • FCC ওয়েবসাইটে এই ফোনের নাম দেখা গিয়েছিল। সেখানে বলা হয়েছিল স্যামসাংয়ের আসন্ন এই ফোনে থাকতে পারে ডুয়াল ন্যানো সিমের সাপোর্ট এবং ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, NFC ও ব্লুটুথ কানেক্টিভিটি। 

  • স্যামসাং গ্যালাক্সি এম৩৪ ৫জি ফোনে একটি ৬০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। একবার চার্জ দিলে দু'দিন পর্যন্ত ফোন চালু থাকবে বলে দাবি করেছে সংস্থা। ১৫ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট থাকতে পারে এই ফোনে। 

  • স্যামসাং গ্যালাক্সি 'এম' সিরিজের এই ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে চলেছে, যার সঙ্গে আবার অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত থাকবে। 

  • এছাড়াও এই ফোনে Monster Shot 2.0 ফিচার থাকতে চলেছে বলে শোনা গিয়েছে। একটা শটে ৪টি ছবি এবং ৪টি ভিডিও একবারে তোলার ক্ষমতা রাখে এই ক্যামেরা ফিচার।

  • এই ফোনের ক্যামেরায় স্যামসাংয়ের নিজস্ব Nightography ফিচার থাকতে চলেছে। কম আলোতে ভাল ছবি তোলা যাবে এই ক্যামেরা ফিচারের সাহায্যে। এর সঙ্গে থাকতে পারে একটি Fun Mode। সেখানে ১৬টি ভিন্ন ইনবিল্ট লেন্স এফেক্ট থাকবে বলে শোনা গিয়েছে।

  • স্যামসাং গ্যালাক্সি এম৩৪ ৫জি ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা রয়েছে। সেখানে ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর এবং ৫ মেগাপিক্সেলের সেনসর থাকতে পারে। এছাড়াও এই ফোনে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে।

  • স্যামসাংয়ের আসন্ন ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের Super AMOLED ডিসপ্লে থাকতে পারে। ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও থাকতে পারে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ১০৮০ প্রসেসর। অ্যান্ড্রয়েড ১৩ বেসড One UI 5.1- এর সাপোর্ট থাকতে পারে এই ফোনে। এছাড়াও ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ও ২৫৬ জিবি ইনবিল্ট স্টোরেজ থাকতে পারে। 


আরও পড়ুন- চুলের দ্রুত বৃদ্ধির জন্য নিয়ম করে মেনুতে রাখুন ভিটামিন বি সমৃদ্ধ খাবার, কী কী খেতে পারেন?