Gaming Laptop: ইনফিনিক্স সংস্থা তাদের নতুন গেমিং ল্যাপটপ ইনফিনিক্স জিটি বুক (Infinix GT Book) ভারতে লঞ্চ করতে চলেছে আগামী ২১ মে। ওই দিনই দেশে লঞ্চ হবে ইনফিনিক্স জিটি ২০ প্রো (Infinix GT 20 Pro) গেমিং ফোন। ইতিমধ্যেই ইনফিনিক্সের নতুন গেমিং ল্যাপটপ (Gaming Laptop) সম্পর্কে বেশ কিছু তথ্য প্রকাশ্যে এসেছে। আভাস পাওয়া গিয়েছে ল্যাপটপের দাম সম্পর্কেও। আনুষ্ঠানিক ভাবে ভারতে ইনফিনিক্স জিটি বুক ল্যাপটপ লঞ্চ হওয়ার আগে দেখে নেওয়া যাক এই ল্যাপটপে কী কী ফিচার থাকতে পারে এবং কী কী ফিচার থাকতে পারে। 


ভারতে ইনফিনিক্স জিটি বুক ল্যাপটপের দাম কত হতে পারে 


ইনফিনিক্স সংস্থা একটি প্রেস বিবৃতিতে ঘোষণা করেছে ভারতে ইনফিনিক্স জিটি বুক ল্যাপটপের দাম শুরু হতে পারে ৬৫ হাজার টাকার কমে। মেটাল বডি থাকবে এই ল্যাপটপে। এর পাশাপাশি ইনফিনিক্সের 'জিটি' সিরিজের স্মার্টফোনের cyber mecha design language সাপোর্ট থাকবে এই গেমিং ল্যাপটপে। এছাড়াও জানা গিয়েছে ল্যাপটপের পিছনের অংশে থাকতে চলেছে একটি কাস্টোমাইজেবল RGB LED array।


এবার দেখে নেওয়া যাক ইনফিনিক্স জিটি বুক ল্যাপটপে কী কী ফিচার থাকতে পারে তার তালিকা 



  • ইনফিনিক্স জিটি বুক ল্যাপটপে থাকতে চলেছে 13th Gen Intel Core i9-13900H পর্যন্ত প্রসেসর। এর সঙ্গে থাকবে Nvidia GeForce RTX 4060 GPU- এর সাপোর্ট।

  • ইনফিনিক্স জিটি সিরিজের ফোনের মতো এই ল্যাপটপেও থাকবে একটি cyber mecha ডিজাইন। এই ল্যাপটপ ভারতে লঞ্চ হতে পারে Mecha Silver এবং Mecha Gray- এই দুই রঙে। 

  • ইনফিনিক্স জিটি বুক ল্যাপটপে থাকতে চলেছে একটি ১৬ ইঞ্চির ডিসপ্লে যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। তিনটি কনফিগারেশনে এই ল্যাপটপ লঞ্চ হতে চলেছে ভারতে। 

  • ইনফিনিক্সের নতুন গেমিং ল্যাপটপে থাকতে চলেছে একটি ICE Storm 3.0 ডুয়াল ফ্যান কুলিং সিস্টেম। অর্থাৎ ল্যাপটপে অনেকক্ষণ গেম খেললেও ডিভাইস গরম হবে না। তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য থাকছে বিশেষ কুলিং সাপোর্ট। 

  • ইনফিনিক্স জিটি বুক গেমিং ল্যাপটপে একটি 70Wh ব্যাটারি থাকতে চলেছে। এর সঙ্গে ১৯০ ওয়াটের পাওয়ার অ্যাডাপ্টার থাকবে। এই ল্যাপটপের ওজন হবে ১.৯৯ কিলোগ্রাম। 

  • এই গেমিং ল্যাপটপে থাকতে চলেছে Intel Core i5 13th Gen CPU with Nvidia GeForce RTX 4050 GPU এবং Intel Core i5 12th Gen CPU with Nvidia GeForce RTX 3050 GPU সাপোর্টও। 

  • এই গেমিং ল্যাপটপে কানেক্টিভিটি অপশন হিসেবে পাওয়া যাবে Wi-Fi 6/ Wi-Fi 6E সাপোর্ট। এর সঙ্গে থাকবে ডুয়াল স্পিকার যা DTS audio যুক্ত। এছাড়াও থাকতে চলেছে একটি গ্লাস টাচপ্যাড। 

  • ১৬ জিবি LPDDR5X এবং ৩২ জিবি LPDDR5X র‍্যাম নিয়ে এই ল্যাপটপ লঞ্চ হতে চলেছে। এছাড়াও এই গেমিং ল্যাপটপে থাকবে উইন্ডোজ ১১ হোম সাপোর্ট। 


আরও পড়ুন- নতুন এআই মডেল GPT-4o - এর পিছনে রয়েছেন প্রফুল্ল ধারিওয়াল, প্রশংসায় পঞ্চমুখ OpenAI সিইও স্যাম অল্টম্যান 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।