Google Updates: প্লে স্টোরে প্রায় ৫০০ মিলিয়ন ডাউনলোড হয়েছে এই গুগল পডকাস্ট অ্যাপ। কিন্তু আর তা চলবে না। আগামীকাল থেকেই বন্ধ হয়ে যাবে গুগল পডকাস্ট। সারা বিশ্বজুড়ে নয়, বরং মার্কিন মুলুকে আর এই অ্যাপে কোনও স্ট্রিমিং হবে না আজ থেকে। এমনটাই জানিয়েছে গুগল। তবে অডিয়ো আর ভিডিয়ো পডকাস্টের জন্য এবার নতুন ভাবনা চিন্তা করছে গুগল ইউটিউব মিউজিককে ঘিরে। গত বছরই ব্লগের মাধ্যমে গুগল জানিয়েছিল এই পডকাস্ট (Google Podcast) বন্ধ হয়ে যাওয়ার কথা। এবার তা কার্যকর হতে চলেছে। আগে মার্কিন মুলুকে বন্ধ হবে এই পরিষেবা, তারপর এই বছরের মধ্যেই সারা বিশ্বের অন্যত্র বন্ধ হয়ে যাবে পরিষেবা।


কী জানাল গুগল ?


বেশ কয়েক সপ্তাহ ধরেই গুগল তাঁর এই পরিষেবা (Google Podcast) বন্ধ হওয়ার বিজ্ঞপ্তি পডকাস্ট অ্যাপে দিয়ে আসছিল এবং ব্যবহারকারীদের ইউটিউব মিউজিক অ্যাপে তথ্য স্থানান্তরের আবেদন করা হচ্ছিল। কেউ চাইলে ইউটিউব মিউজিক ছাড়া অন্য কোনও অ্যাপেও পডকাস্ট স্থানান্তর করতে পারেন। তবে লক্ষ রাখতে হবে, অ্যাপের পরিষেবা বন্ধ হয়ে গেলেও এখনও ব্যবহারকারীরা চাইলে প্লে স্টোর থেকে এই অ্যাপ ডাউনলোড করতে পারবেন, কিন্তু তাতে নিজের পছন্দের বাছাই করা গান বা শো কিছুই দেখা আর সম্ভব হবে না। ২ এপ্রিল থেকেই এই পরিষেবা বন্ধ। এই বছর জুলাই মাসের মধ্যেই সমস্ত ব্যবহারকারীকে তাঁদের তথ্য স্থানান্তর করে নিতে হবে।


কেন বন্ধ হচ্ছে গুগল পডকাস্ট ?


২০২৪-এর শুরু থেকেই এই বছরের জন্য গুগল পডকাস্ট (Google Podcast) পরিষেবার ক্ষেত্রে ইউটিউব মিউজিকে লগ্নি করছে। এমনকী এই ইউটিউব মিউজিককে ব্যবহারকারীদের কাছে আকর্ষণীয় করে তোলার চেষ্টা করা হচ্ছে গুগলের পক্ষ থেকে। ইউটিউবে যে সমস্ত ব্যক্তি পডকাস্ট করতেন, তারাও এবার এই ইউটিউব মিউজিকের মাধ্যমে আরও বৃহত্তর পরিসরে ব্যবহারকারীদের কাছে পৌঁছে যেতে পারবেন।


ইউটিউব মিউজিকে সাবস্ক্রিপশন স্থানান্তর করবেন কীভাবে ?


১) আইওএস বা অ্যান্ড্রয়েড ফোনে গুগল পডকাস্ট (Google Podcast) অ্যাপটি খুলুন প্রথমে, তারপর হোম ট্যাবে ক্লিক করুন।


২) গুগল পডকাস্ট অ্যাপে শাট ডাউন নোটিফিকেশনটি লক্ষ্য করুন। এরপর ক্লিক করুন Export Subscription অপশনে।


৩) এখানেই পাবেন Export to Youtube Music অপশন। এখানে ক্লিক করতে হবে।


৪) এরপর ইউটিউব মিউজিক অ্যাপ খুলে যাবে এবং একটা জিমেইল অ্যাকাউন্ট চাইবে যা দিয়ে রেজিস্টার করলে সাবস্ক্রিপশন সহ সমস্ত তথ্য পাওয়া যাবে এবং আগের মতই আপনি আপনার পছন্দের শো বা গান শুনতে পাবেন।


আরও পড়ুন: আজই ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি ১২এক্স ৫জি, কী কী ফিচার থাকতে পারে? দামই বা কত হতে পারে?