Google New Policy: ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে নতুন নীতি আনল গুগল। এবার থেকে গুগলের সার্চ ইঞ্জিনে খুঁজলেও পাওয়া যাবে না আপনার ব্যক্তিগত তথ্য, মোবাইল নম্বর। ফলে অবাঞ্ছিত লোকজন যোগাযোগ করতে পারবে না আপনার সঙ্গে।


Google Update: কী বলেছে গুগল ?
সম্প্রতি বিশ্বের সার্চ ইঞ্জিন জায়ান্ট জানিয়েছে, Google এখন থেকে ইউজারদের ব্যক্তিগত যোগাযোগের তথ্য, ফোন নম্বর, ঠিকানা ও ইমেল অ্যাড্রেসগুলি - তার সার্চ রেজাল্ট থেকে সরিয়ে দেওয়ার অনুমতি দিচ্ছে৷ অ্যালফাবেট মালিকানাধীন এই টেক কোম্পানি জানিয়েছে, কোম্পানির নতুন এই উদ্যোগের ফলে ব্যবহারকারীদের অবাঞ্ছিত সরাসরি যোগাযোগের জায়গাটি বন্ধ হবে। এমনকী ব্যক্তিগত তথ্য জেনে কেউ ইউজারদের শারীরিক ক্ষতি করতে পারবে না। সার্চ ইঞ্জিন রেজাল্টে তাই ব্যক্তিগত তথ্য মুছে ফেলার অনুমতি দিয়েছে কোম্পানি।


Google New Policy: নতুন উদ্যোগে কী সুবিধা ?
তবে এই প্রথমবার নয়। অতীতেও এই ধরনের কাজ করেছে গুগল। আগে ইউজারদের কিছু নির্দিষ্ট ধরনের তথ্য সরানোর অনুমতি দিয়েছিল সার্চ ইঞ্জিন জায়ান্ট। যদিও এবার নতুন নীতির আওতায় ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে আরও একধাপ এগিয়েছে কোম্পানি। নতুন নীতির ফলে এবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ক্রেডিট কার্ড নম্বরও সরানোর কথা বলতে পারেন ইউজাররা।


Google New Policy: কেন নতুন নীতি গুগলের ?
বিগত কয়েক বছর ধরে অনলাইনে জালিয়াতি চিন্তা বাড়িয়েছে সরকারের। ফেডারেল ট্রেড কমিশন রিপোর্ট বলছে,  গত বছর প্রতারকদের কাছে $5.8 বিলিয়ন হারিয়েছে গ্রাহকরা। যা আগের বছরের থেকে 70% বেশি। সেই প্রতারণার বেশিরভাগই অনলাইন স্ক্যামের মাধ্যমে ঘটেছে। যেখানে প্রেমের নামে প্রতারণা, টেলিফোনের আবেদন করতে গিয়ে প্রতারণার ঘটনা ঘটেছে। আর এর বেশিরভাগই হয়েছে পরিচয় চুরির মতো ঘটনা থেকে।


আরও পড়ুন : Blue light Cutter: ল্যাপটপ, স্মার্টফোন, টিভিতে খারাপ হচ্ছে চোখ ! কীভাবে নিরাপদ রাখবেন নিজেকে ?