Tech News: আগামীকাল সারাদেশে পালিত হবে হোলি উৎসব। রঙের এই উৎসবের সেরা মুহূর্তগুলি ধরতে রাখতে দেখতে পারেন কিছু রঙিন ফোন। উন্নত বৈশিষ্ট্যের পাশাপাশি বাজেটের মধ্যে পাবেন এই ফোনগুলি। দেখে নিন, কোন ফোনগুলি রয়েছে তালিকায়।


Holi 2023: এখানে দেখে নিন কিছু দুর্দান্ত অপশন
Samsung Galaxy A14 5G
Samsung Galaxy A14 5G 6.6 ইঞ্চি ইনফিনিটি V ডিসপ্লে সহ পাওয়া যায়। যা আপনি লাল, সবুজ ও কালো রঙে কিনতে পারবেন। আপনি স্মার্টফোনে একটি ট্রিপল ক্যামেরা সেটআপে পাবেন। যার একটি 50-মেগাপিক্সেল প্রধান ক্যামেরা, দুটি 2-মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। Galaxy A14 5G তিনটি স্টোরেজ বিকল্পে পাওয়া যায়। এর বেস ভ্যারিয়েন্টের দাম 16,499 টাকা ও টপ ভেরিয়েন্টের দাম 20,999 টাকা।


iQOO Z6 Pro 5G
এই স্মার্টফোনটিতে 6.4 ইঞ্চি FHD Plus AMOLED ডিসপ্লে রয়েছে , যা 120hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। 4700 mAh-এর ব্যাটারি রয়েছে এই মোবাইল ফোনে। যা 66 W দ্রুত চার্জিং সমর্থন করে। এই ফোনটি মাত্র 18 মিনিটে 50% চার্জ হয়ে যায়। আপনি ফ্যান্টম ডাস্ক ও লিজিয়ন স্কাই কালারে iQOO Z6 Pro 5G কিনতে পারবেন। এই স্মার্টফোনে তিনটি স্টোরেজ বিকল্প পাবেন। যার মধ্যে বেস ভেরিয়েন্টের দাম 22,999 টাকা ও টপ এন্ড ভেরিয়েন্টের দাম 27,999 টাকা রাখা হয়েছে।


Xiaomi Redmi Note 12 Pro
Redmi Note 12 Pro-তে একটি 6.67-ইঞ্চি AMOLED ডিসপ্লে ও 5000 mAh ব্যাটারি রয়েছে। এই মোবাইল ফোনে MediaTek Dimensity 1080 চিপসেট পাবেন।  Redmi Note 12 Pro-তে পিছনের দিকে তিনটি ক্যামেরা পাওয়া যাবে। যার একটি 50-মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা ও সামনে একটি 16-মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। আপনি স্মার্টফোনটি তিনটি স্টোরেজ ও তিনটি রঙে কিনতে পারবেন, স্টারডাস্ট পার্পল, গ্লেসিয়ার ব্লু ও অনিক্স ব্ল্যাক সহ পাবেন ফোন। বেস ভেরিয়েন্টের দাম 24,999 টাকা যেখানে টপ এন্ড ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 27,999 টাকা।


Whatsapp Features: বিশ্বের অন্যতম জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ (Instant Messaging App) হোয়াটসঅ্যাপ। সম্প্রতি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ আইওএস (iOS Users) ইউজারদের জন্য নতুন দুটো ফিচারের রোল আউট শুরু করেছে। এর মধ্যে একটি ফিচার হল ইউজাররা ভয়েস স্টেটাস আপডেট দিতে পারবেন। ইউজারের কনট্যাক্টে লিস্টে থাকা সকলে দেখতে পাবেন এই ভয়েস স্টেটাস আপডেট। এর সঙ্গে অতি অবশ্যই যুক্ত থাকবে প্রাইভেসি সেটিংস।


আরও একটি দারুণ ফিচারের রোল আউট শুরু করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এক্ষেত্রে ছবির মধ্যে থেকে টেক্সট ডিটেক্ট করা যাবে। সরাসরি ছবি থেকেই বেছে নেওয়া যাবে টেক্সট। তবে নতুন এই দুই ফিচারের রোল আউট আইওএস ইউজারদের জন্যই শুরু করেছে হোয়াটসঅ্যাপ সংস্থা। অতএব বোঝাই যাচ্ছে যে, আইওএস ভার্সানেই এই দুই ফিচার আগে লঞ্চ হবে বা চালু হবে। বিটা টেস্টিংয়ের পর অনেক ইউজারের ক্ষেত্রেই এই ফিচারের সুবিধা চালু হয়েছে। তবে এখনও অনেককেই এই আপডেটেড ফিচার ব্যবহারের জন্য অপেক্ষা করতে হচ্ছে। আইওএস ভার্সানের লেটেস্ট আপডেটে এই দুই ফিচারের সুবিধা পাবেন ইউজাররা। 


Home Buying Plan: বাড়ি কেনার আগে মাথায় রাখুন এই বিষয়গুলি, অন্যথায় বিপদ বাড়বে