Budget Smartphones: HMD- র তিনটি ফোন একসঙ্গে হাজির ভারতে, সবকটিই বাজেট মডেল, দাম একদম সাধ্যের মধ্যেই
HMD Phones: ভারতে একসঙ্গে লঞ্চ হয়েছে HMD Vibe 5G, HMD 101 4G এবং HMD 102 4G - এই তিনটে ফোন। সবকটাই বাজেট সেগমেন্টের মডেল।

Budget Smartphones: ভারতে লঞ্চ হয়েছে HMD Vibe 5G ফোন। এর সঙ্গে লঞ্চ হয়েছে HMD 101 4G এবং HMD 102 4G- এই দুই ফোনও। জানা গিয়েছে, HMD Vibe 5G ফোন একটি বাজেট ৫জি ফোন। তবে দাম কম হলেও ফিচার কিন্তু যথেষ্ট আকর্ষণীয়। ৫০ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে এই ফোনে। ডিসপ্লের উপর পাবেন ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারির সাপোর্ট। এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টিও পাবেন গ্রাহকরা।
অন্যদিকে, HMD 101 4G এবং HMD 102 4G- এই দুই ৪জি ফোনে রয়েছে ২ ইঞ্চির QQVGA ডিসপ্লে। এর সঙ্গে ১০০০ এমএএইচ ব্যাটারির সাপোর্ট পাবেন। কালার ম্যাচিং কি-প্যাডও থাকছে ইউজারদের জন্য। The HMD 102 4G ফোনে একটি QVGA ক্যামেরা এবং এলইডি ফ্ল্যাশও রয়েছে।
ভারতে সম্প্রতি লঞ্চ হওয়া HMD সংস্থার এই তিনটি ফোনের দাম কত
HMD Vibe 5G ফোনের দাম ১১,৯৯৯ টাকা। তবে এখন স্পেশ্যাল ফেস্টিভ অফারে পাওয়া যাচ্ছে ৮৯৯৯ টাকায়। HMD 101 4G ফোনের ইন্ট্রোডাক্টরি দাম ১৮৯৯ টাকা। HMD 102 4G ফোনের ইন্ট্রোডাক্টরি দাম ২১৯৯ টাকা। HMD ইন্ডিয়ার ওয়েবসাইটের পাশাপাশি নির্দিষ্ট ই-কমার্স সংস্থা এবং রিটেল স্টোর থেকে কেনা যাবে এই তিনটি বাজেট স্মার্টফোন।
HMD Vibe 5G ফোন লঞ্চ হয়েছে কালো এবং পার্পল রঙে। একটি ইন-বক্স কেস পাওয়া যাচ্ছে এই ফোন কিনলে। অন্যদিকে, HMD 101 4G ফোন কিনেছে নীল, গাঢ় নীল এবং লাল রঙে। আর HMD 102 4G ফোন লঞ্চ হয়েছে গাঢ় নীল, পার্পল এবং লাল রঙে।
স্যামসাং গ্যালাক্সির বাজেট ৫জি ফোন, দাম সাধ্যের মধ্যেই, ফিচার আকর্ষণীয়
ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এফ১৭ ৫জি ফোন। এই ফোনের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৪,৯৯৯ টাকা। এই ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৫,৯৯৯ টাকা। ক্রেতারা ৫০০ টাকা ক্যাশব্যাক পাবেন যদি এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড এবং ইউপিআই ট্রানজাকশনের মাধ্যমে ফোন কেনেন তাহলে। অফিশিয়াল বিবৃতিতে এমনটাই জানিয়েছে স্যামসাং কর্তৃপক্ষ। এছাড়াও ৬ মাসের জন্য নো-কস্ট ইএমআই- এর অপশন থাকছে ক্রেতাদের জন্য। নিও ব্ল্যাক এবং ভায়োলেট পপ- এই দুই রঙে কেনা যাবে ফোন। পাবেন স্যামসাং ইন্ডিয়ার ওয়েবসাইট, ফ্লিপকার্ট এবং নির্দিষ্ট রিটেল দোকানে। স্যামসাং গ্যালাক্সি এ১৭ ৫জি ফোন অগস্ট মাসে ভারতে লঞ্চ হয়েছিল। নতুন স্যামসাং গ্যালাক্সি এফ১৭ ৫জি ফোনের সঙ্গে এই মডেলের ফিচারের অনেক মিল রয়েছে।






















