Honor Pad 9: ভারতে নতুন ট্যাব (Tab) লঞ্চ করেছে Honor সংস্থা। সম্প্রতি লঞ্চ হয়েছে Honor Pad 9, এবার শুরু হয়েছে এই ডিভাইসের বিক্রি। ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার (Amazon India) ওয়েবসাইট থেকে কেনা যাবে Honor Pad 9 এই ট্যাব। 


দেখে নেওয়া যাক Honor Pad 9 ট্যাবের দাম কত এবং কী কী অফার রয়েছে


Honor Pad 9- এর ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২২,৯৯৯ টাকা। অ্যামাজন পে আইসিআইসিআই ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে নো-কস্ট ইএমআই পেমেন্টের সাহায্যে এই ট্যাব কিনলে ক্রেতারা ১০১৩ টাকা সাশ্রয় করতে পারবেন। এর পাশাপাশি অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ইএমআই, সিটি ব্যাঙ্ক ক্রেডিট কার্ড- এই দুই কার্ড ব্যবহার করলে Honor Pad 9 কিনতে গেলে ক্রেতারা ১২৫০ টাকা সাশ্রয় করতে পারবেন। এছাড়াও যদি কোনও ক্রেতা প্রথমবার অ্যামাজন পে আইসিআইসি ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের সাহায্যে কেনাকাটা করেন তাহলে অ্যামাজনের তরফে ২৫০০ টাকা ক্যাশব্যাক দেওয়া হবে ক্রেতাকে। এর সঙ্গে প্রতিটি কেনাকাটায় Honor Bluetooth Keyboard পাওয়া যাবে একদম বিনামূল্যে অর্থাৎ ফ্রিতে।


এছাড়াও Honor Pad 9- এই ট্যাব কেনার ক্ষেত্রে রয়েছে এক্সচেঞ্জ অফারও। অর্থাৎ পুরনো ডিভাইসের পরিবর্তে নতুন Honor Pad 9 কিনতে পারবেন। পুরনো ফোন কিংবা ট্যাব, দুটোই এক্সচেঞ্জ করে এই নতুন ট্যাব কেনা যাবে। সেক্ষেত্রে সর্বোচ্চ ২০,৩৫০ টাকা পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ থাকছে ক্রেতাদের কাছে। যে ডিভাইস এক্সচেঞ্জ করা হবে সেটি কেমন অবস্থায় রয়েছে তার উপরে নির্ভর করবে ছাড়ের পরিমাণ। 


এবার দেখে নিন Honor Pad 9 ট্যাবে কী কী ফিচার রয়েছে



  • এই ট্যাবে ১২.১ ইঞ্চির এলসিডি আইপিএস ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন TÜV Rheinland Eye Comfort সার্টিফিকেট পেয়েছে। অর্থাৎ চোখের যাতে ক্ষতি না হয় সেভাবেই তৈরি হয়েছে ট্যাবের ডিসপ্লে। 

  • মোট আটটি স্পিকার রয়েছে এই ট্যাবে। দুর্দান্ত কোয়ালিটির সাউন্ড এফেক্ট পাবেন ইউজাররা। Android 13-based MagicOS 7.2- এর সাপোর্টে পরিচালিত হবে Honor Pad 9 ট্যাব। 

  • Honor Pad 9 ট্যাবে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬ জেন ১ চিপসেট। এর সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব স্টোরেজের পরিমাণ। 

  • Honor Pad 9 ট্যাবে রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। এছাড়াও রয়েছে ১৩ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর।

  • এই ট্যাবে রয়েছে ৮৩০০ এমএএইচ ব্যাটারি এবং টাইপ-সি চার্জিং পোর্টের সাপোর্ট। 


আরও পড়ুন- রিয়েলমি সি৬৫ ফোন কেমন দেখতে হবে, কী কী ফিচার থাকতে পারে? ভারতে লঞ্চ হতে পারে কবে?