Tech News: আপনি যদি হোয়াটসঅ্যাপ পেমেন্ট সক্রিয় করে থাকেন, তাহলে এই খবর কাজে আসবে আপনার। ভারতে WhatsApp পেমেন্ট ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে হোয়াটসঅ্যাপ। এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ জানিয়েছে, এবার থেকে ব্যবহারকারীদের "আইনি" নাম সনাক্ত করা শুরু করেছে কোম্পানি।


WhatsApp Update: কী করছে হোয়াটসঅ্যাপ ?
কোম্পানি জানিয়েছে, যারা হোয়াটসঅ্যাপে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (UPI)-ভিত্তিক অর্থ পরিষেবা সক্রিয় করেছে তাদের ক্ষেত্রেই এই আইনি নাম সনাক্ত করছে কোম্পানি। যে নামগুলি ব্যবহারকারীরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ব্যবহার করেন, তা সনাক্ত করছে কোম্পানি। হোয়াটসঅ্যাপের মতে, অনেক ক্ষেত্রে তাদের প্রোফাইল নেম আইনি নাম থেকে আলাদা হতে পারে, সেই কারণেই গ্রাহকদের পরিচয়ের সুবিধার্থে এই কাজ করছে কোম্পানি। 


Tech News: কী কারণে এই কাজ ?
এই নতুন উদ্যোগের ফলে হোয়াটসঅ্যাপে পেমেন্টের সময় অন্যান্য UPI ব্যবহারকারীরা আপনার আইনি নাম দেখতে পারবেন। তবে এই নামগুলি সেই ব্যক্তির কাছেই দেখানো হবে, যাকে ব্যবহারকারীরা অর্থ পাঠাবেন। ইতিমধ্যেই নতুন এই ফিচারের বিষয়ে ব্যবহারকারীদের পেমেন্ট বিজ্ঞপ্তি দেখানো শুরু করেছে হোয়াটসঅ্যাপ। বিজ্ঞপ্তিতে হোয়াটসঅ্যাপ FAQ পৃষ্ঠার একটি লিঙ্ক রয়েছে, যেখানে আইনি নামের প্রয়োজনীয়তার বিশদ বিবরণ দেওয়া হয়েছে।


What is behind this requirement: জালিয়াতি কমাতেই এই কাজ ?
হোয়াটসঅ্যাপ দাবি করেছে, আইনি নামের প্রয়োজনীয়তা ভারতের ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন (NPCI) নির্দেশিকা অনুসারেই শুরু করেছে তারা। এর উদ্দেশ্য হল UPI পেমেন্ট সিস্টেমে জালিয়াতি কমানো।


How will WhatsApp know users 'legal name': কীভাবে জানবেন আইনি নাম ? 
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ফোন নম্বর ব্যবহার করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরগুলি সনাক্ত করা যায়। এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে গ্রাহকের নামই জানানো হবে বাকি ব্যবহারকারীদের। আপনি যখন হোয়াটসঅ্যাপে পেমেন্ট অপশন ব্যবহার করেন, তখন অন্যান্য UPI ব্যবহারকারীরা আপনার আইনি নাম দেখতে পারবেন।


WhatsApp Update: প্রোফাইলে কত অক্ষরের নাম দিতে পারবেন ?
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ব্যবহারকারীরা তাদের প্রোফাইল নেম-এ অ্যাপে 25টি অক্ষরের যেকোনও নাম বেছে নিতে পারবেন। ব্যবহারকারীরা তাদের প্রোফাইল নামের সঙ্গে ইমোজিও যোগ করতে পারেন। WhatsApp আরও জানিয়েছে, পেমেন্ট সিস্টেমে সাইন আপ করার সময় তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনুযায়ী নাম শেয়ার করা বাধ্যতামূলক।


আরও পড়ুন : Cyber Fraud: অজান্তেই ফাঁকা হবে অ্যাকাউন্ট , সর্বশিক্ষা অভিযানের নামে চলছে প্রতারণাচক্র