One Charger For All Gadgets: ই-বর্জ্য রোধ ও ক্রেতাদের সুবিধার্থে সম্প্রতি নতুন উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। আগামী দিনে একাধিক গ্যাজেটের জন্য লাগবে না ভিন্ন চার্জার। পরিবর্তে টাইপ-সি ধরনের চার্জারেই (Common Charger) হয়ে যাবে সব কাজ। সেই ক্ষেত্রে মোবাইল ,ট্যাব, ল্যাপটপ এমনকী ইয়ার বাডসও চার্জ করা যাবে একই কেবিলে। সম্প্রতি যা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছে বাজার। কী বলছে ব্যবসায়িক মহল ?
Common Charger: কী বলছে অ্যাসোসিয়েশন ?
সম্প্রতি কমন চার্জার নিয়ে ব্যবসায়িক মহলের সঙ্গে আলোচনায় বসে কেন্দ্রীয় সরকারের উপভোক্তা বিষয়ক মন্ত্রক। কীভাবে একাধিক ডিভাইসে কমন চার্জার ব্যবহার করা যায়, তার বাস্তবায়ন নিয়ে আলোচনা হয় এই বৈঠকে। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে,ইন্ডিয়ান সেলুলার অ্যান্ড ইলেকট্রনিক অ্যাসোসিয়েশন (ICEA)। এই বৈঠকে উপস্থিত ছিলেন উপভোক্তা বিষয়ক মন্ত্রকের সচিব রোহিত কুমার সিংহ। ICEA-এর চেয়ারম্যান পঙ্কজ মহিন্দ্রু বলেছেন,"চার্জিং পোর্ট ইকোসিস্টেম এখন অনেকাংশে যুক্তিযুক্ত হয়ে উঠেছে। বেশিরভাগ ফিচার ফোনে (375 মিলিয়ন) মাইক্রো-ইউএসবি ব্যবহার করা হচ্ছে। যার মধ্য়ে বেশিরভাগ স্মার্টফোন এখন (500 মিলিয়ন) ইউএসবি টাইপ-সি ব্যবহার করে। কম শক্তির ডিভাইস যেমন- হেডফোন, ব্লুটুথ স্পিকার আইটেমগুলির জন্য ইউএসবি-সি-র দিকে এগোচ্ছে।
One Charger For All Gadgets: কোন পথে সরকার ?
সম্প্রতি এই নিয়ে বৈঠকের পরই তিনটি বিশেষজ্ঞ দল গঠন করেছে সরকার। যারা 'কমন চার্জার পলিসি' নিয়ে রিপোর্ট জমা দেবে। এরপরই এই নিয়ে পরবর্তী পদক্ষেপ নেবে সরকার। সরকার স্মার্টফোন ও ট্যাবলেট সহ বিভিন্ন ডিভাইসের জন্য একটি সাধারণ চার্জারের কথা ভাবছে।ইতিমধ্যেই সরকারিভাবে শুরু হয়ে গিয়েছে আলোচনা। এই বিষয়ে শিল্প মহলের সঙ্গে একটি আলোচনায় বসেছে কেন্দ্র।
Gadget Charging Tips: কেন এই উদ্যোগ নিচ্ছে সরকার ?
শোনা যাচ্ছে, ভারতে একাধিক চার্জারের ব্যবহার বন্ধ করার মাধ্যমে আসলে ই-বর্জ্য রোধ করার পরিবেশ তৈরি করতে চাইছে মোদি সরকার। পাশাপাশি নতুন এই উদ্যোগ সফল হলে আদতে লাভবান হবেন উপভোক্তারা। তাদের ওপর একাধিক গ্যাজেটের জন্য চার্জার কেনার বোঝা কমবে। সেই কারণেই নতুন এই সম্ভাবনার মূল্যায়ন করতে মোবাইল নির্মাতা ছাড়াও সংশ্লিষ্ট সেক্টর-নির্দিষ্ট সংস্থাগুলির সঙ্গে বৈঠক করবে সরকার। এরপরই কোনও সিদ্ধান্তে উপনীত হবে কেন্দ্র।
One Charger For All Gadgets: বিশ্বে এই বিষয়ে কী উদ্যোগ নেওয়া হচ্ছে ?
সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন ২০২৪ সালের মধ্যে ছোট ইলেকট্রনিক ডিভাইসের জন্য একটি USB-C পোর্ট, কমন চার্জিং স্ট্যান্ডার্ড গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই এই বিষয়ের ওপর কাজ শুরু করে দিয়েছে ইউনিয়ন। একই ধরনের ভাবনা তৈরি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রেও। এই বিষয়ে উপভোক্তা বিষয়ক মন্ত্রকের ওই আধিকারিক সংবাদ সংস্তা পিটিআইকে বলেন, "যদি সংস্থাগুলি ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রে পরিষেবা দিতে পারে, তবে কেন তারা ভারতে তা করতে পারে না ? স্মার্টফোন ও ট্যাবলেটের মতো পোর্টেবল ইলেকট্রনিক ডিভাইসগুলিতে একটি সাধারণ চার্জার থাকা উচিত,"