Infinix Smartphone: চিনের সংস্থা ইনফিনিক্সের নতুন ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। আগামী ২৭ মার্চ লঞ্চ হবে ইনফিনিক্স হট ৩০আই (Infinix Hot 30i)। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফোনের সম্ভাব্য ডিজাইন, ফিচার ও স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। শোনা যাচ্ছে, ইনফিনিক্স হট ৩০আই ফোনে ১৬ জিবি র‍্যাম থাকতে পারে। এই ফোনের দাম হতে পারে ১০ হাজার টাকার কম। ইনফিনিক্স হট ৩০আই ফোনে থাকতে পারে একটি ৬.৬ ইঞ্চির ডিসপ্লে। সেখানে এইচডি প্লাস রেজোলিউশন থাকারও সম্ভাবনা রয়েছে। এছাড়াও ওই ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্টজ হতে পারে। IPS LCD প্যানেল অর্থাৎ ডিসপ্লে থাকতে পারে ইনফিনিক্সের এই ফোনে। গত মাসে লঞ্চ হওয়া ইনফিনিক্স স্মার্ট ৭ ফোনের ডিসপ্লের সঙ্গে মিল থাকতে পারে এই ফোনের ডিসপ্লের। 


ডায়নামিক গ্লাস এবং লেদার- দু'ধরনের ডিজাইনের লঞ্চ হতে পারে ইনফিনিক্সের নতুন ফোন। রঙের ভিত্তিতে কিছুটা আলাদা হবে ফোনের ব্যাক প্যানেলের ডিজাইন। ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে ইনফিনিক্স হট ৩০আই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের AI ক্যামেরা সেনসর থাকতে পারে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এই ফোনে একটি মিডিয়াটেক হেলিও জি৩৭ প্রসেসর থাকতে পারে। 


ইনফিনিক্স হট ৩০আই ফোনে একটি ৫০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি থাকার সম্ভাবয়ান রয়েছে। ফোনের সাইডের অংশে থাকতে পারে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এই ফোনেও অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমেরই সাপোর্ট থাকবে বলে অনুমান করা হচ্ছে। আগামী ২৭ মার্চ লঞ্চের পর এই ফোন ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে কেনা যাবে বলে শোনা যাচ্ছে। 


Poco Smartphone: সম্প্রতি ভারতে নতুন একটি ফোন লঞ্চ করেছে পোকো সংস্থা। গত ১৪ মার্চ ভারতে লঞ্চ হয়েছে পোকো এক্স৫ ফোন। শোনা যাচ্ছে, আগামী মাসে আরও একটি ফোন ভারতে লঞ্চ করতে চলেছে পোকো সংস্থা। এবার লঞ্চ হতে পারে পোকো এফ৫ ৫জি (Poco F5 5G) ফোন। শোনা যাচ্ছে, ৬ এপ্রিল এই ফোন ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। রেডমি নোট ১২ টার্বো (Redmi Note 12 Turbo)- এই মডেল এখনও রিলিজ হয়নি। তারই রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে পোকো এফ৫ ৫জি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে সম্ভবত। শোনা যাচ্ছে, রেডমি নোট ১২ টার্বো ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭+ জেন ২ প্রসেসর থাকতে পারে। এর থেকে অনুমান, পোকো এফ৫ ৫জি ফোনের কোয়ালকমের চিপসেট থাকবে। 


আরও পড়ুন- হোয়াটসঅ্যাপের কনট্যাক্ট লিস্টে থাকা লোকজনের সঙ্গে কোন কোন গ্রুপে রয়েছেন আপনি? জানতে পারবেন সহজেই