Infinix Smartphone: ভারতে ইনফিনিক্স (Infinix) কোম্পানি আরও একটি ফোন (Smartphone) চলতি মাসেই লঞ্চ করতে চলেছে বলে শোনা গিয়েছে। ইনফিনিক্স নোট ১২ সিরিজে (Infinix Note 12 Series) যুক্ত হবে ওই ফোন। শোনা যাচ্ছে, আগামী ২৬ অগস্ট ইনফিনিক্স নোট ১২ প্রো ৪জি (Infinix Note 12 Pro 4G) ফোন লঞ্চ হতে পারে ভারতে। যদিও ইনফিনিক্স সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু ঘোষণা করা হয়নি। হংকংয়ের সংস্থা ইনফিনিস্ক ইতিমধ্যেই ভারতে একাধিক স্মার্টফোন লঞ্চ করেছে। সম্প্রতি সেই তালিকায় যুক্ত হয়েছে ইনফিনিক্স হট ১২ ফোন। এর পাশাপাশি আবার শোনা গিয়েছে ভারতে লঞ্চ হবে ইনফিনিক্স জিরো আলট্রা ৫জি ফোন। যদিও এই ফোন অগস্ট মাসে লঞ্চ হবে না। সেপ্টেম্বর বা অক্টোবরে লঞ্চের সম্ভাবনা রয়েছে। এখনও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি।


ইনফিনিক্স নোট ১২ প্রো ৪জি ফোনের সম্ভাব্য দাম


ভারতে এই ফোনের ৫জি ভ্যারিয়েন্ট ইতিমধ্যেই লঞ্চ হয়েছে। তার দাম ১৭,৯৯৯ টাকা। তাই অনুমান করা হচ্ছে, ইনফিনিক্স নোট ১২ প্রো ৪জি ফোনের দাম হতে পারে ১৫ হাজার টাকার আশপাশে। তবে এই ফোনের আসল দাম এখনও প্রকাশ্যে আসেনি। এর আগে শোনা গিয়েছিল এই ফোনে একটি মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর থাকতে পারে। Alpine White, Tuscany Blue, Volcanic Grey- এই তিনটি রঙে লঞ্চ হতে পারে ইনফিনিক্স নোট ১২ প্রো ৪জি ফোন।


ইনফিনিক্স নোট ১২ প্রো ৪জি ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশনগুলি দেখে নিন একনজরে



  • ১। এই ফোনে একটি ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে থাকতে পারে। তার উপরে ফ্রন্ট ক্যামেরা সেনসর সেট করার জন্য থাকতে পারে একটি ওয়াটার ড্রপ স্টাইলের নচ ডিজাইন।

  • ২। ইনফিনিক্সের আসন্ন ৪জি ফোনে একটি মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর এবং তার সঙ্গে ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত থাকতে পারে। র‍্যামের পরিমাণ বাড়ানোর জন্য ৫ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ ভার্চুয়াল র‍্যাম হিসেবে ব্যবহার করা যেতে পারে।

  • ৩। ইনফিনিক্সের আসন্ন এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর থাকার কথা শোনা গিয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।

  • ৪। ইনফিনিক্স নোট ১২ প্রো ৪জি ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। তার সঙ্গে দেখা যেতে পারে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। ডুয়াল স্পিকার থাকতে পারে ইনফিনিক্সের এই ফোনে। সেখানে আবার DTS Technology- র সাপোর্ট থাকার কথা শোনা গিয়েছে। অ্যান্ড্রয়েড ১২ এবং XOS 10.6- এর সাহায্যে পরিচালিত হতে পারে ইনফিনিক্সের আসন্ন ফোন।


আরও পড়ুন- ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, ১৮০ ওয়াটের চার্জার নিয়ে লঞ্চ হতে পারে ইনফিনিক্সের নতুন ৫জি ফোন