Infinix Note 30 5G: আগামী ১৪ জুন ভারতে লঞ্চ হতে চলেছে ইনফিনিক্স নোট ৩০ ৫জি ফোন। মে মাসে এই ফোন গ্লোবাল মার্কেটে আগেই লঞ্চ হয়েছে। ইনফিনিক্স সংস্থা জানিয়েছে তাদের নতুন ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকবে। সম্প্রতি ইনফিনিক্স সংস্থা জানিয়েছে এই ফোনে বাইপাস চার্জিং সলিউশনও থাকতে চলেছে। এছাড়াও এই ফোনে থাকবে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৬০৮০ প্রসেসর। এর পাশাপাশি ইনফিনিক্স নোট ৩০ ৫জি ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ওয়্যারড চার্জিং ফিচারের সাপোর্ট থাকতে পারে। 


ভারতে ইনফিনিক্স নোট ৩০ ৫জি ফোনের সম্ভাব্য দাম


শোনা যাচ্ছে, এই ফোনের দাম ভারতে শুরু হতে চলেছে ১৫ হাজার টাকার কমে। তবে এখনও এই ফোনের র‍্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্ট সম্পর্কে কিছু জানা যায়নি। Blue, Magic Black, Sunset Gold- এই তিনটি রঙে ইনফিনিক্স নোট ৩০ ৫জি ফোন লঞ্চ হতে পারে। সানসেট গোল্ড রঙের ফোনে লিচুর খোসার ধরনের একটি লেদার ফিনিশ থাকতে পারে রেয়ার প্যানেলে।


ইনফিনিক্স নোট ৩০ ৫জি ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন ও ফিচার



  • এই ফোনে ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে যেখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশন থাকার সম্ভাবনা রয়েছে। এই ফোনে IPS LTPS LCD ডিসপ্লে থাকতে পারে। 

  • ইনফিনিক্সের নতুন ফোনে ডুয়াল সিম (ন্যানো) এবং অ্যান্ড্রয়েড ১৩ আউট অফ দ্য বক্সের সাপোর্ট থাকতে চলেছে বলে শোনা গিয়েছে। এই ফোনে ৪ জিবি ও ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ও ২৫৬ জিবি ইনবিল্ট স্টোরেজ থাকতে পারে। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে স্টোরেজের পরিমাণ ২ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।

  • ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে এই ফোনে। সেখানে ১০৮ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর থাকতে পারে। AI ক্যামেরা সেনসর থাকতে পারে এই ফোনে। এর সঙ্গে থাকতে পারে এলইডি ফ্ল্যাশ। আয়তাকার ক্যামেরা মডিউল থাকতে পারে ফোনের রেয়ার বা ব্যাক প্যানেলের বাঁদিকে উপরের কোণে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে।

  • ইনফিনিক্স নোট ৩০ ৫জি ফোনে জেবিএল- এর স্টিরিও স্পিকার থাকতে পারে। এছাড়াও ফিঙ্গারপ্রিন্ট সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। টাইপ-সি ইউএসবি চার্জিং পোর্ট থাকতে পারে এই ফোনে। IP53 রেটিং প্রাপ্ত এই ফোন একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার ডিভাইস। 


আরও পড়ুন- ঘন-লম্বা চুল পেতে বাড়িতেই করুন পরিচর্যা, চুলের যত্নে ব্যবহার করতে পারেন এই পাঁচ উপকরণ