Infinix Foldable Phone: ভারতে লঞ্চ হতে চলেছে ইনফিনিক্স সংস্থার ফ্লিপ ফোন (Infinix Flip Phone)। এবার লঞ্চ হবে ইনফিনিক্স জিরো ফ্লিপ (Infinix Zero Flip) - এই ফোনটি। ইনফিনিক্স সংস্থা এই প্রথম ঝিনুকের মতো ফ্লিপ করা যায় এমন ফোল্ডেবল ফোন লঞ্চ করেছে। প্রথমে লঞ্চ হয়েছিল গ্লোবাল মার্কেটে। এবার আসছে ভারতের বাজারে। আগামী ১৭ অক্টোবর এই ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। ইনফিনিক্স জিরো ফ্লিপ ফোনে থাকতে চলেছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৮০২০ প্রসেসর। এছাড়াও থাকবে ৬.৯ ইঞ্চির ইনার স্ক্রিন এবং ৩.৬৪ ইঞ্চির কভার ডিসপ্লে। ডুয়াল রেয়ার ক্যামেরা (আউটার ক্যামেরা সেটআপ) থাকতে চলেছে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর থাকবে বলে শোনা গিয়েছে। এছাড়াও ইনার স্ক্রিনের উপর হোল পাঞ্চ কাট আউটে সাজানো থাকবে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। 


ইনফিনিক্স জিরো ফ্লিপ ফোনে কী কী ফিচার থাকতে পারে দেখে নিন একনজরে 



  • গ্লোবাল মার্কেটে এই ফোন যে যে ফিচার নিয়ে লঞ্চ হয়েছে, তেমন ফিচারই থাকতে পারে ভারতীয় ভ্যারিয়েন্টেও। সেই অনুসারে ইনফিনিক্স জিরো ফ্লিপ ফোন যা ভারতে লঞ্চ হতে চলেছে সেই মডেলে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৮০২০ প্রসেসর থাকতে পারে। 

  • এই প্রসেসরের সঙ্গে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইনবিল্ট স্টোরেজ থাকতে পারে। এই ফোন পরিচালিত হতে পারে অ্যান্ড্রয়েড ১৪ বেসড XOS 14 - এর সাহায্যে। 

  • ইনফিনিক্স জিরো ফ্লিপ ফোনে ৬.৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত AMOLED স্ক্রিন থাকতে চলেছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। অন্যদিকে এই ফোনের কভার ডিসপ্লে হতে পারে ৩.৬৪ ইঞ্চির। এটিও একটি AMOLED ডিসপ্লে হতে চলেছে। রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। 

  • এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরায় ৫০ মেগাপিক্সেলের দুটো সেনসর থাকতে পারে। এগুলি রয়েছে কভার ডিসপ্লেতে। অন্যদিকে ইনার ডিসপ্লেতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সেনসর। 

  • ইনফিনিক্স জিরো ফ্লিপ ফোনে ৪৭২০ এমএএইচ ব্যাটারি এবং ৭০ ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার থাকতে চলেছে। ডুয়াল স্টিরিও স্পিকার থাকতে চলেছে এই ফোনে। 


আরও পড়ুন- পুজোর আগে দাম কমেছে ভিভো- র এই ফোনের, এখন কত টাকায় কিনতে পারবেন? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।