Microsoft New Announcement: দীর্ঘ পথচলায় ইতি। অবশেষে প্রিয়সঙ্গীকে আলবিদা বলতে চলেছে মাইক্রোসফট। এক সময় যার কাঁধে ভর করে বিশ্ব প্রযুক্তির নতুন দিশা দেখেছিল দুনিয়া, অবশেষে তালা পড়তে চলেছে সেই ঘরে।


Internet Explorer Era Ends: মনে পড়ে সেইসব দিন !
ব্রাউজার বলতে তখন ছিল না একাধিক বিকল্প। বিশ্ববাজারে মাইক্রোসফটের এই ব্রাউজারেই বিশ্বাস করত সবাই। কোনও কিছু জানার হলেই ইন্টারনেট এক্সপ্লোরার ছিল ভরসার জায়গা। যদিও প্রতিযোগিতার বাজার ধরতে এরপর একে একে বাজারে চলে আসে মোজিলা, ফায়ারফক্স, গুগলক্রোমের মতো ব্রাউজার। সেই ক্ষেত্রে ক্লাসিক এই ব্রাউজারের আপডেট করে মাইক্রোসফট। যদিও অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে পিছিয়ে পড়ে ইন্টারনেট এক্সপ্লোরার। শেষপর্যন্ত ১৪ ফেব্রুয়ারি প্রেম দিবসেই বন্ধ হতে চলেছে মাইক্রোসফটের এই জনপ্রিয় ব্রাউজার।


Microsoft New Announcement: কী হতে চলেছে ১৪ ফেব্রুয়ারি ?
অতীতে বার বার আপডেট এনেও কাজ হয়নি। তাই মাইক্রোসফটের অফিশিয়াল সাইটে ইন্টারনেট এক্সপ্লোরার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি।  মাইক্রোসফট জানিয়েছে, Internet Explorer 11-এর সাম্প্রতিক সংস্করণ এবার সব উইন্ডোজ কম্পিউটারে বন্ধ করছে কোম্পানি। সেই জায়গায় Microsoft Edge-এর নতুন সংস্করণ ভ্য়ালেন্টাইন্স ডে-র দিনই লঞ্চ করছে কোম্পানি।


Internet Explorer Era Ends: আর দেখা যাবে না ব্রাউজারের লোগো 
কোম্পানি জানিয়েছে, ১৪ ফেব্রুয়ারি উইন্ডোজ আপডেটের পরই মাইক্রোসফট এজ-এর নতুন সংস্করণে পৌঁছে যাবে ব্যবহারকারী। সেই ক্ষেত্রে চিরতরে দেখা যাবে না ইন্টারনেট এক্সপ্লোরার। এমনকী এবার থেকে টাস্কবারেরও দেখা যাবে না এক্সপ্লোরারের লোগো।


Microsoft New Announcement: তবে থেকে যাচ্ছে ভিতরেই
টেক ব্লগাররা বলছেন, মাইক্রোসফ্টের এই পুরনো  ব্রাউজার নিষ্ক্রিয় করা এখন অনেক বেশি অর্থবহ। কারণ এজ-এর বর্তমান সংস্করণের মধ্যেই এই প্রধান বৈশিষ্ট্য ইন্টারনেট এক্সপ্লোরার মোড পেয়ে যাবেন ইউজার। যা মূলত আপনাকে যেকোনও ওয়েব পেজ খুলতে দেয়। সেই কারণেই প্রেম দিবসে চিরতরে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি, আপাতত আলবিদা ইন্টারনেট্ এক্সপ্লোরার।  


আরও পড়ুন : Fixed Deposit: ফিক্সড ডিপোজিটে ৮ শতাংশের বেশি সুদ দিচ্ছে এই ১০ ব্যাঙ্ক