Apple's March event: প্রতীক্ষার দিন শেষ হতে পারে শীঘ্রই। আগামী ৮ মার্চে তাদের অনুষ্ঠানের দিন ঘোষণা করেছে অ্যাপল(Apple)। অনুষ্ঠানের বিষয়ে কিছু ইঙ্গিত না দিলেও মনে করা হচ্ছে এই দিনই নতুন আইপ্যাড এয়ার(iPad Air) আনতে চলেছে অ্যাপল (Apple)। পর্দা সরানো হবে ২০২২ সালের আইফোন এসি মডেলের (iPhone SE 2022)।


Apple's March 8 event: GSM Arena-র খবর অনুযায়ী, ৮ মার্চ তাদের নতুন আইপ্যাড এয়ার ও আইফোন এসই ৩ প্রকাশ্যে আনবে কোম্পানি। ইতিমধ্যেই তাদের নতুন পণ্যের ছবি  হাতে এসেছে এশিয়ার কিছু কোম্পানির কাছে। সেই সূত্রে, অ্যাপলের নতুন ফোন ও আইপ্যাড এয়ারের বিষয়ে নিশ্চিত হচ্ছে বিভিন্ন টেক সাইট। শোনা যাচ্ছে, নতুন এসই মডেলে A 15 বায়োনিক চিপ দেবে কোম্পানি। সূ্ত্রের খবর, ওই ছবি দিয়েই নতুন প্রচারপত্র তৈরি করবে কোম্পানি। তাই আগেভাগেই ওই কোম্পানিগুলির কাছে পাঠানো হয়েছে নতুন পণ্যের ছবি।


iphone Update: টেক সাইটগুলোর মতে, নতুন iPhone SE 2022-এর দাম আগের মডেলের থেকে কমপক্ষে ১০০ ডলার কমাতে পারে কোম্পানি। সেই ক্ষেত্রে নতুন মডেলের দাম হতে পারে ৩০০ ডলার। তবে এই দাম কেবল ফোনর বেস ভ্যরিয়েন্টের ক্ষেত্রেই প্রযোজ্য হতে পারে। বেশি দক্ষতা ও স্টোরেজের মডেলের ক্ষেত্রে আরও দাম বাড়াতে পারে  অ্যাপল। 


Apple iPhone SE 3
5G-সক্ষম iPhone SE 3 সম্পর্কে প্রত্যাশার পারদ চড়ছিল অনেকদিন ধরেই। চলতি মাসেই এই ফোন ভারতে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসটি সম্ভবত iPhone SE 2020-এর মতো একই ডিজাইন থাকবে। তবে এতে দেওয়া হচ্ছে নতুন চিপসেট। টেক বিশ্লেষক জন ডোনোভানের মতে, আসন্ন iPhone SE 3-এর দাম হতে পারে $300 । মার্কিন যুক্তরাষ্ট্রে Apple iPhone 12-এর বেস ভ্যারিয়েন্টের তুলনায় অনেক সস্তা এই ফোন। তবে iPhone SE 3-এর দাম ভারতে $300-এর বেশি হবে। মূলত, দেশে প্রযোজ্য কর ও Apple-এর মূল্য নির্ধারণের ওপর নির্ভর করবে এর দাম।


New 2022 Maruti Baleno: মাইলেজের সঙ্গে সেরা পারফরম্যান্স, হ্যাচব্যাকের বিভাগে দুর্দান্ত ফিচার নতুন বালেনোতে